গণপরিবহন চলাচলের অনুমতি দেয়া হলেও বন্ধ থাকবে লঞ্চ ও ট্রেন!

 



ভোরের লিখা নিউজ ঃ

দেশে প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। যার ফলে সরকার সারা দেশে ঘোষণা করেছিল সর্বাত্মক লকডাউন। লকডাউন এর মধ্যেই কিছুদিন আগে সরকার ঘোষণা দিয়েছিল জেলাগুলোর মধ্যে গণপরিবহন চালুর।

এবার আগামী ৬ মে থেকে জেলার ভেতরে গণপরিবহন চলার অনুমতি দেওয়া হলেও লঞ্চ ও ট্রেন চলাচল বন্ধই থাকবে বলে জানা গিয়েছে। গণমাধ্যমগুলোকে এসব তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

জানা গিয়েছে,আজ সোমবার দুপুরের দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন তিনি।

পুলিশ মার্কেটগুলোতে অভিযান চালাবে উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন,”আজ সোমবার থেকে মার্কেটে পুলিশের অভিযান চলবে। মাস্ক না পরলে, স্বাস্থ্যবিধি না মানা হলে মার্কেট বন্ধ করে দেওয়া হবে” বলেও জানিয়েছেন তিনি।

Post a Comment

0 Comments