ভারতে করোনা মোকাবেলায় বিশেষ জার্সি পরে মাঠে নামবে ব্যাঙ্গালোরে!

 


ভোরের লিখা নিউজ ঃ

ভারতে প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণ। ভারতে বর্তমানে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে মহামারী করোনা।একদিকে করোনায় দিশেহারা বিপর্যস্ত ভারত আর অন্যদিকে ভারতের মানুষের মনোবল চাঙ্গা রাখতে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।

কিছুদিন ধরেই ভারতে করোনায় আক্রান্ত রোগীদের জন্য আর্থিক অনুদান দিয়ে যাচ্ছেন ভারতে আইপিএল খেলতে আসা ক্রিকেটাররা।

এবার ভারতে করোনায় আক্রান্তদের সাহায্য করার জন্য নতুন এক উদ্যোগ নিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। জানা গিয়েছে, করোনা মোকাবিলায় অর্থ সংগ্রহের জন্য আইপিএলের একটি ম্যাচে বিশেষ জার্সি পরে খেলবেন ম্যাক্সওয়েল কোহলিরা।

এই বিষয়ে আরও জানা গিয়েছে,আকাশি নীল রঙের সেই জার্সিতে রয়েল চ্যালেঞ্জার্সের দলীয় লোগোর জায়গায় থাকবে মাস্ক। এই মাস্কের লোগো মানুষদের মাস্ক পরার প্রয়োজনীয়তার কথা তুলে ধরবে।

এছাড়াও জার্সিতে সব খেলোয়াড়ের অটোগ্রাফ নিয়ে সেগুলো নিলামে তুলবে ব্যাঙ্গালুরু। সেখান থেকে প্রাপ্ত অর্থ অনুদান হিসেবে দেওয়া হবে ভারতের ঘাতক করোনা মোকাবেলার ফান্ডে।

Post a Comment

0 Comments