ভোরের লিখা নিউজ ঃ
সমাজের বিত্তবানদের মহামারিতে কষ্ট পাওয়া মানুষের পাশে দাঁড়াতে হবে। আন্তঃজেলা যান চলাচল বন্ধ থাকায় কাজ হারানো পরিবহন শ্রমিকদেরও আর্থিক সহায়তা দেয়া হচ্ছে।” বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
আজ রবিবার মহামারী করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ বিভিন্ন পেশায় নিয়োজিত নিম্ন আয়ের প্রায় ৩৫ লাখ পরিবারকে নগদ অর্থ সহায়তা কার্যক্রম উদ্বোধনের সময় গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন শেখ হাসিনা।
করোনার দ্বিতীয় ঢেউ খুবই মারাত্মক উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, করোনার দ্বিতীয় ঢেউ খুবই মারাত্মক। বিপুল টাকা খরচ করে সরকার টিকা নিয়ে এসে জনগণের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে তা বিনামূল্যে দিচ্ছে। সামনে করোনার টিকা আরও আসবে, কিন্তু সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন।
0 Comments