আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৫৩ হাজার ৩৪০টি পরিবারকে বিনামূল্যে ঘর করে দেবে সরকার!



বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে সরকার এ বছরকে ঘোষণা করেছিল মুজিব বর্ষ। আর এই মুজিব বর্ষ উপলক্ষে সরকার হাতে নিয়েছে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড। এরই ধারাবাহিকতায় গত কিছুদিন আগে সরকার প্রথম পর্যায়ে ঘর হীন, জমি হীনদের জন্য আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধন করেছিল।

এবার দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আশ্রয়ন প্রকল্পের আওতায় প্রায় ৫৩ হাজার ৩৪০টি পরিবারকে বিনামূল্যে দুই শতক জমি ও সেমিপাকা ঘর করে দেয়া হচ্ছে।


আজ বৃহস্পতিবার (১৭জুন) সকালের দিকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমগুলোকে এসব তথ্য জানিয়েছেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

এ সময় তিনি বলেন, “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান। ইতোমধ্যে এ বছরের ২৩ জানুয়ারি প্রথম পর্যায়ে দ্বিকক্ষবিশিষ্ট সেমিপাকা গৃহ ও ব্যারাকে ৬৯ হাজার ৯০৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বিনামূল্যে জমিসহ গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করেন জননেত্রী ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


 

Post a Comment

0 Comments