জয়পুরহাট ডিবি পুলিশের তিনটি অভিযানে ফেন্সিডিল উদ্ধার পূর্বক ০৩ জন নারী মাদক ব্যবসায়ীসহ ০৪ জন আটক

 JB Bangla TV 

জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকা হইতে পৃথক পৃথক অভিযানে ৪২৮(চার শত আঠাশ) বোতাল ফেন্সিডিলসহ ০৩(তিন) জন নারী মাদক ব্যবসায়ীসহ মোট ০৪(চার) জনকে গ্রেফতার করে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশ।

জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকায় গত ১১-০৮-২০২১ খ্রি. বুধবার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই মোঃ আনিছুর রহমান এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ বাগজানা ইউনিয়নের আটাপাড়া রেলগেইট এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার ডিউটি চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পাঁচবিবি থানার বাগজানা ইউনিয়নের রামভদ্রপুর গ্রাম হইতে ৩৪৭(তিনশত সাতচল্লিশ) বোতল ফেন্সিডিলসহ মোঃ আমেদ আলী(৬৫), পিতা- মৃত তছির উদ্দিন, গ্রাম-রামভদ্রপুর, থানা-পাঁচবিবি, জেলা- জয়পুরহাটকে গ্রেফতার করা হয়। 
পৃথক একটি অভিযানে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশের এসআই মোঃ আমিরুল ইসলাম এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ পাঁচবিবি পৌরসভার বালিঘাটা এলাকার কাদের পাড়া হইতে ৩৮ বোতল ফেন্সিডিলসহ মোছাঃ জান্নাতুল ফেরদৌস(৩৩), পিতা- মৃত জিন্নাহ শেখ, স্বামী- মোঃ মিজানুর রহমান, গ্রাম-দমদমা পুরাতন পৌরসভা, থানা-পাঁচবিবি, জেলা- জয়পুরহাটকে গ্রেফতার করে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। আরো একটি অভিযানে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশের এসআই মোঃ ফারুক মোসেন,পিপিএম এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ পাঁচবিবি পৌরসভার বাসস্ট্যান্ড এলাকা হইতে ৪৩ বোতল ফেন্সিডিলসহ মোছাঃ মাজেদা বেগম(৪৫), স্বামী- মোঃ সোহেল রানা এবং মোছাঃ রিনা বেগম(৩৫) স্বামী- মোঃ রেজাউল করিম উভয় গ্রাম-উত্তর গোপালপুর, থানা-পাঁচবিবি, জেলা- জয়পুরহাটদ্বয়কে গ্রেফতার করে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।

Post a Comment

0 Comments