বকশীগঞ্জে বিপুল পরিমান জাল টাকা উদ্ধার, আটক-১

 JB Bangla TV 

সৈয়দ মুনিরুল হক নোবেল 
জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জে বিপুল পরিমান জাল টাকা উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় মাহামুদ আলী ঘুটু নামের জাল টাকা চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে । ঘুটু শেরপুর জেলার কাকিলাকুরা কামারপাড়া গ্রামের দিলে মিয়ার ছেলে। আটকের পর, শুক্রবার দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে ঘুটুকে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।




বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে ঘুটুকে তার নিজ বাড়ী থেকে আটক করা হয়েছে এবং জাল টাকা চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যহত রয়েছে।


জানা যায়, বকশীগঞ্জ টিকরকান্দি গ্রামের বাসিন্দা ও গ্রাম পুলিশের এক সদস্যা পাশ্ববর্তী শ্রীবরদী উপজেলার ঘুটু মিয়ার কাছে
একটি গরু বিক্রি করেন । এ সময় ঘুটু ও তার সহযোগিরা গরুর দাম পরিশোধের জন্য ওই মহিলা গ্রাম পুলিশকে ২৫ হাজার টাকা দেন।


পরবর্তি সময়ে সেই টাকা বাংলাদেশ কৃষিব্যাংক বকশীগঞ্জ শাখায় জমা দিতে গেলে টাকাগুলো জাল বলে জানায় ব্যাংক কর্মকর্তারা। পরে বকশীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে পাশ্ববর্তী শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া কামারপাড়া নিজ বাড়ী থেকে ঘুটুকে আটক করে। এ সময় উদ্ধার করা হয় বিক্রি করা গরুটি।

Post a Comment

0 Comments