অত্যন্ত উতসাহ উদ্দীপনায় যথাযোগ্য মর্যাদা আর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) মহীয়সী নারী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে ৮ আগস্ট সকালে বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ও রাজধানীর বনানীতে পৃথকভাবে এ কর্মসূচি পালন করা হয়।
যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে কর্মসূচির উদ্বোধন করেন, উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। এ সময় বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সুশান্ত কুমার ভট্টাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।
অপরদিকে রাজধানীর বনানীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোহাম্মদ আব্দুল মান্নান। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার খন্দকার হামিদুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) কাজী শরীফ উদ্দিন, অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক মো. আবদুল জলিল মিয়াসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে ১৫ আগস্টে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
এদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে এক ওয়েবিনারের আয়োজন করা হয়েছে। ৮ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় আয়োজিত ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
এতে বিশেষ অতিথি হিসেবে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন, মহামান্য রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম বীরপ্রতীক, সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের যুক্ত হয়েছিলেন।
ওয়েবিনারে সভাপতিত্ব করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। ওয়েবিনার সঞ্চালনা করেন, বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) কাজী শরীফ উদ্দিন।
0 Comments