শেখ হাসিনা জাতির উন্নয়নের প্রতিক-পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

 JB Bangla TV 

সৈয়দ মুনিরুল হক নোবেল 

জামালপুর জেলা প্রতিনিধিঃ


পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী এম.এ মান্নান এমপি বলেছেন,

শেখ হাসিনা জাতির উন্নয়নের প্রতিক। আর আগস্ট মাস শোকের মাস, দু:খের মাস। আমাদের দেশের কৃষক, মজুদ সাধারণ মানুষ যার ডাকে সাড়া দিয়ে যুদ্ধ করে লড়াই করে প্রায় ৩০ লাখ মানুষের রক্তের বিনিময়ে এ দেশ আমরা পেয়েছি। 

সেই মহান মানুষ স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার স্ত্রীসহ সপরিবারে হত্যা করেছিল । সেই আগস্ট মাস আজ।

মন্ত্রী বলেন, আমরা যারা স্বাধীন দেশে বাস করি এই মাসটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই মাসে কি এমন করতে পারি, শুধু সেই মহান ব্যক্তিটির জন্য আল্লাহর দরবারে দোয়া চাই।

শুক্রবার বিকেলে জামালপুর মির্জা আজম অডিটরিয়ামে “টেকসই গ্রীণ হাইজ প্রযুক্তি ব্যবহার ও উন্নত কৃষি উপকরণ সরবরাহের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি করে করোনা অর্থনৈতিক ক্ষতি প্রশমন” প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজ সেবা অধিদফতর ও প্রগতি সমাজ উন্নয়ন সংস্থা এ অনুষ্ঠানের আয়োজন করেন

জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখবেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি, জামালপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ , জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ ও পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু প্রমূখ।

Post a Comment

0 Comments