জামালপুরে নারী ও কন্যাশিশু সুরক্ষা প্রকল্পের বার্ষিক মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত-JB Bangla Tv


 সৈয়দ মুনিরুল হক নোবেল 

জামালপুর জেলা প্রতিনিধিঃ


উপজেলা পর্যায়ে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের সাথে নারী ও কন্যাশিশু সুরক্ষা প্রকল্পের কার্যক্রম নিয়ে এক বার্ষিক মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকালে জামালপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাবলম্বী উন্নয়ন সমিতি জামালপুরের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশন ঢাকার সহযোগিতায় মতবিনিময় কর্মশালায় সভাপতিত্ব করেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মমতাজুন্নেসা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর সদর উপজেলার  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেজাউল হক মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন, এডভোকেট অনিল চন্দ্র শীল, মোঃ বাহাদুর আলম, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান, এডভোকেট মাহফুজা আক্তার মিতা, মহিলা বিষয়ক অধিদপ্তর জামালপুরের প্রোগ্রাম অফিসার জান্নাতুন নাহার, জামালপুর থানার সাব ইন্সপেক্টর আতিকুর রহমান। 

সঞ্চালনা করেন, প্রকল্প সমন্বয়কারী সাবিনা ইয়াসমিন।

কর্মশালার সার্বিক তত্বাবধানে থেকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, প্রজেক্ট অফিসার খালেদা আক্তার। 

কর্মশালায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন মহিলা দলের সভাপতি মোছাঃ মাহমুদা বেগম, মোছাঃ ইয়াসমিন, মোছাঃ রহিমা, মোছাঃ আয়েশা, মোছাঃ পারভীন, লাকী বেগম, সাহিদা ও জ্যোস্না বেগম। এছাড়া কর্মশালায়  উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জাতীয় দৈনিক একুশে সংবাদ পত্রিকার জামালপুর জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক সৈয়দ মুনিরুল হক নোবেল এবং স্থানীয় দৈনিক  আজকের জামালপুর পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক এম. এ রফিক। 

বক্তাগণ নারী ও কন্যাশিশু সুরক্ষা প্রকল্পে স্বাবলম্বী উন্নয়ন সমিতি জামালপুরের গুরুত্বপূর্ণ ভূমিকার নানা বিষয় নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন।

Post a Comment

0 Comments