ফতুল্লায় স্ত্রীর করা মামলায় পলাতক স্বামী কারাগারে-JB Bangla Tv

 

JB Bangla TV : 

প্রথম স্ত্রী লামিয়া আক্তার তৃষার করা নারী ও শিশু নির্যাতনের মামলায় ( ৪৪৭/২০ ) শ্রীঘরে গেলেন নারীলোভী মো.আনোয়ার হোসেন।


মঙ্গলবার( ৩১ আগষ্ট) নারী ও শিশু আদালতে জামিন নিতে গেলে আদালত আনোয়ার হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আনোয়ার হোসেন নারায়নগঞ্জের ফতুল্লা ইউনিয়নের পশ্চিম লামাপাড়া এলাকার মৃত হাজী আব্দুল হাসেমের ছেলে।


লামিয়া আক্তার তৃষার স্বজনরা জানান, আনোয়ার-তৃষার দাম্পত্য জীবনে ৩ বছরের একটি সন্তানও রয়েছে। তারপরও আনোয়ার ছিলো নারী লোভী প্রকৃতির। একাধিক মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুলে বিভিন্ন কৌশলে উক্ত নারীদেরকে কাছ থেকে টাকা হাতিয়ে নেয়াই ছিলো আনোয়ার হোসেনের অন্যতম পেশা।


অভিনেতা আরেফিন রুমির সাথে রয়েছে তার সর্ম্পক এবং তার মাধ্যমেই উক্ত মেয়েদেরকে অভিনয় করার সুযোগ করে দিবেন এভাবে বিভিন্ন মেয়েদেরকে কাছে টানতেন আনোয়ার হোসেন। একাধিক মেয়ের সাথে সর্ম্পকের সুত্র থেকেই স্ত্রী তৃষার সাথে পারিবারিক কলহ শুরু হয় এবং বিভিন্ন সময়ে স্ত্রী তৃষাকে শারীরিক নির্যাতন করতেন আনোয়ার। স্ত্রী এরুপ নির্যাতন সইতে না পেরে স্বামী আনোয়ার হোসেনের বিরুদ্ধে গত বছর আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন লামিয়া আক্তার তৃষা।


দীর্ঘদিন পলাতক থাকার পর গত মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করেন নারীলোভী আনোয়ার হোসেন। আদালত তার জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

Post a Comment

0 Comments