সৈয়দ মুনিরুল হক নোবেল
জামালপুর জেলা প্রতিনিধিঃ
শিক্ষা, শান্তি, মানবতা ও উন্নয়নের মূলমন্ত্রে দীক্ষিত স্বেচ্ছাসেবী সংগঠন 'মানবতা ও আদর্শ সমাজ গঠনে আমরা' এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে জামালপুরে এক স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ২০ সেপ্টেম্বর সোমবার সকালে শহরের জিরো পয়েন্ট দয়াময়ী মোড় থেকে এক আনন্দ শোভাযাত্রা বের হয়ে জামালপুর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। তন্মধ্যে আলোচনা সভা, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও বিতরণ, এতিম ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ, রক্তদান, 'মানবতার রক্তযোগান ফাউন্ডেশন' এবং 'মানবতা ও আদর্শ সমাজ গঠনে আমরা' এর এ্যাপস্ উদ্বোধন, সংগঠনের ডকুমেন্টারী প্রদর্শনী করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মোকলেছুর রহমান।
এদিকে অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন, স্বেচ্ছাসেবী মিলন মেলার আহ্বায়ক আলী আকবর ও সদস্য সচিব মোঃ ফরিদ মিয়া।
প্রধান আলোচক ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রশাসনিক উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোঃ রফিকুল ইসলাম, সভাপতিত্ব করেন, আলী আকবর। সার্বিক পরিকল্পনায় ছিলেন, মোঃ ফরিদ মিয়া। সঞ্চালনায় ছিলেন, জেলা কমিটির সভাপতি মোঃ সানোয়ার হোসেন, সহ-সঞ্চালনায় ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সালেহ টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট মোহাম্মদ ছানোয়ার হোসেন, বুলবুল জেনারেল হাসপাতালের চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম বুলবুলসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
0 Comments