ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে হাইওয়ে পুলিশ।-JB Bangla Tv


 বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ের মহাসড়কে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। 



এসময় প্রায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। কাঁচপুর হাইওয়ে থানার উদ্যোগে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ, নারায়ণগঞ্জ জেলা পুলিশ, জেলা ট্রাফিক পুলিশ ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।পুলিশ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় মহাসড়কের ফুটপাত দখল করে প্রভাবশালীরা দোকান তুলে দীর্ঘদিন ধরে নির্দিষ্ট হারে হকারদের কাছ থেকে ভাড়া আদায় করে আসছিল। 



এসব দোকান থেকে ওই প্রভাবশালীরা এবং র‌্যাবের হাতে একাধিকবার গ্রেফতার হওয়া শিমরাইল মোড়ের চিহ্নিত চাঁদাবাজ রিপন ওরফে মুরগি রিপন এককালীন ৫০ হাজার থেকে ২ লাখ টাকা অগ্রীম নিয়ে দৈনিক ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করা হয়ে থাকে।মহাসড়ক দখল করে এসব অবৈধ দোকানপাটের কারণে পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারত না এবং মহাসড়কে সবসময় যানজট লেগেই থাকত।শিমরাইল মোড়ের পুলিশ বক্সে দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মশিউর রহমান জানান, যানচলাচল স্বাভাবিক রাখতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।



 শিমরাইল মোড় ছাড়াও মৌচাক ও সানাড়পাড় বাসস্ট্যান্ড এর আশপাশে মহাসড়ক দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হবে।এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের পর পুনরায় যাতে দোকানপাট বসতে না পারে সেজন্য হাইওয়ে পুলিশের পক্ষ থেকে মনিটরিং করা হবে। মহাসড়কে প্রতিবন্ধকতা মোকাবেলায় এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Post a Comment

0 Comments