রিপন ভাওয়াল একজন মানব দরদি মানুষ। দেশমাতৃকার প্রেম আর ভালবাসাই যার জীবনের পাথেয়। তিনি বাংলাদেশ জাতীয় যুব ফুটবল দলের সাবেক গোলকিপার । জাতীয় একাদশের সদস্য হিসেবে বিদেশের মাটিতেও দেশের প্রতিনিধিত্ব করেছেন। তার পিতাও ছিলেন ছিলেন ভারতীয় উপমহাদেশের বিখ্যাত ফুটবলার। কলকাতা মোহনবাগান ক্লাব সহ বহু নামকরা ক্লাবে খেলেছিলেন।
করোনা ভাইরাসের পাদুর্ভাবে মানবিক বিপর্যয় নেমে আসলে আর্তমানবতার সেবায় রিপন ভাওয়াল যে ভূমিকা রাখছেন তার জন্যে আমরা গর্বিত। তার গঠিত “ওরা এগারো জন” নিজেদের জীবনের মায়া ত্যাগ করে করোনা নিয়ে মারা যাওয়া শতাধিক মানুষের শেষকৃত্যের আয়োজন করে ও করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া অসংখ্য মানুষের পরিবারে কাছে থেকে সমাজ সংসারের মান রেখেছেন। শুধু কি তাই নিজের যা কিছু ছিলো ও বন্ধুবান্ধবদের কাছ থেকে যা কিছু সংগ্রহ করতে পেরেছে সবই ত্রান হিসেবে আর্তমানবতার সেবায় দান করে দিয়েছেন। কোন সরকারি পদধারী কিংবা জনপ্রতিনিধি বা বিত্তশালী না হয়েও মানবতার ক্লান্তি লগ্নে যে ভূমিকা রিপন ভাওয়াল ও তার “ওরা এগার জন” রাখলো তা দেশ জাতি স্মরণ রাখবে বলেই আমাদের বিশ্বাস।
পালপাড়া শ্রী শ্রী সত্যধাম মন্দিরে নারায়ণগঞ্জ জেলা
ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের
উদ্যোগে এই প্রার্থনা সভার আয়ােজন করা হয়েছে।
নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল,
সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে, টীম ওরা ১১ জন এর সদস্য বিশু সাহা,দিপক সাহা। জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ কুমার
সেরাওগী সুমন, সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাস,
মহানগরের সভাপতি অঞ্জন দাস, সাধারণ সম্পাদক
রিপন কর্মকার, সাংগঠনিক সম্পাদক মিঠুন দত্ত বিল্লু,
স্নিগ্ধ রক্ষিত, প্রণয় সিংহ, জেকি নন্দী, লােকনাথ,
সদর উপজেলার সভাপতি বিশ্বজিৎ মন্ডল শুভ,
সাধারণ সম্পাদক তিতাস বিশ্বাস, বন্দরের সভাপতি
তুলসী ঘােষ, সাধারণ সম্পাদক জিতু দাস, সােনারগাঁ
উপজেলার সদস্য সচিব লিটন ভৌমিক,
পরিষদ নেতা অমিত আচার্য, অনিক চন্দ্র মন্ডল, জন
সরকার, অরুন দেবনাথ,বিপ্লব কুন্ড, সুমন সেরাওগী,ভজন দাস,অঞ্জন দাস,রিপন করমকার,মিঠুন দও(বিল্লু),প্রনয় সিং,জনি সাহা,লোকনাথ সাহা,জয় মোদক,সমির ঘোষ সহ প্রমুখ।
0 Comments