নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘মেট্রোরেলের জন্য আমরা আপনাদের স্বপ্ন দেখাচ্ছি না। এটা হকিত (বাস্তব)। আজ অথবা কাল মেট্রোরেল হবে। এর জন্য আমরা সরকার থেকে নিয়েছি। মেট্রোরেলের দুইটা লাইন নারায়ণগঞ্জে আসবে। মেট্রো-২ এবং মেট্রো-৪ এ দুইটা লাইন আসবে। এ বছরের মধ্যে আসবে না। তবে ঢাকায় পরিকল্পিত ভাবে কাজ হচ্ছে। ঢাকার পর গাজীপুর ও নারায়ণগঞ্জ। অন্যথায় ঢাকার যানজট কমবে না। সুতরাং ঢাকার প্রয়োজনে ঢাকাকে নিরবিচ্ছিন্ন করার জন্য নারায়ণগঞ্জ ও গাজীপুরকে এ সুবিধা দিতেই হবে। সুতরাং মেট্রো-২ ও মেট্রো-৪ এ দুইটা লাইন আসবেই। একটা আমাদের সিদ্ধিরগঞ্জ দিয়ে আরেকটা সরাসরি লিংকরোড দিয়ে এসে আমাদের এখানে পৌঁছাবে। এখন কবে আসবে সেটা আপনাদের প্রশ্ন? আপনারা কি আদৌ দেখতে পারবেন। আমরা হয়তো দেখতে পারবো না আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হয়তো দেখতে পারবে। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস সরকার আগামী ৫ বছরের মধ্যে এ কাজে হাত দিবে। ঢাকার কাজ প্রায় শেষ হয়ে গেছে। এখন নারায়ণগঞ্জ ও গাজীপুরের সমীক্ষা চলছে।
সিটি করপোরেশনের ২০২১-২২ অর্থ বছরের বাজেট অধিবেশন সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেয়র আইভী এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিও) আবুল আমিন ও প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।
0 Comments