ইসলামপুরের মাদ্রাসা পলাতক তিন শিশু শিক্ষার্থী উদ্ধার, পুলিশ সুপারের প্রেস ব্রিফিং-JB Bangla Tv


 সৈয়দ মুনিরুল হক নোবেল জামালপুর জেলা প্রতিনিধিঃ


জামালপুরবজেলার ইসলামপুর উপজেলার দারুত ত্বাকওয়া মহিলা মাদ্রাসার তিনজন শিশু শিক্ষার্থী যথাক্রমে মোছাঃ মনিরা আক্তার (১০), মোছাঃ মিম আক্তার (৯) ও মোছাঃ সূর্য ভানু (১১) গত ১২ সেপ্টেম্বর মাদ্রাসা থেকে নিখোঁজ হয়। পরে এদের খুঁজে না পাওয়ায় মনিরার পিতা মনোয়ার হোসেন গত ১৫ সেপ্টেম্বর ইসলামপুর থানায় পাচার প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশি তৎপরতায় ১৭ সেপ্টেম্বর ভোরে ঢাকার মুগদা এলাকা থেকে ঘুমন্ত অবস্থায় তাদের উদ্ধার করা হয়। 

এদিকে এ বিষয়ে শুক্রবার বেলা ৩টার দিকে জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) মো. সুমন মিয়া, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান। 



পুলিশ সুপার নাছির উদ্দিন বলেন, দারুত ত্বাকওয়া মহিলা মাদ্রাসার মোহতামিম মোঃ আসাদুজ্জামানের স্ত্রীর ১ হাজার টাকা হারিয়ে গেলে ওই মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা বাকি ছাত্রীদের সন্দেহ করে এবং ১ হাজার টাকা ফেরত দিতে বলে এবং সবাই তাদেরকে অন্য দৃষ্টিতে দেখলে তারা নিজেদেরকে অসহায় মনে করে মাদ্রাসা থেকে পালিয়ে যায়। পরে নিখোঁজ শিক্ষার্থীদের অভিভাবকদের মামলার প্রেক্ষিতে পুলিশি তৎপরতায় সিসি ফুটেজের মাধ্যমে ঢাকার মুগদা এলাকা থেকে ১৭ সেপ্টেম্বর ভোরে তাদের উদ্ধার করা হয়।

Post a Comment

0 Comments