এইচ এম মজিবুর রহমান: দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসি সচিব হুমায়ূন কবীর খন্দকার। ৮৪৮ ইউপি'র মধ্যে রয়েছে, বেগমগঞ্জ গোপালপুর ইউনিয়ন ও৷
আসন্ন গোপালপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র পক্ষে হাত পাখা প্রতিক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত আছেন আলাউদ্দিন। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের নোয়াখালী জেলার অর্থ সম্পাদকের দায়িত্বে রয়েছেন । তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মনোনয়ন পাওয়াটা এক প্রকার নিশ্চিত বলা যায়, কেননা এখন পর্যন্ত চেয়ারম্যান পদে তার দলের ২য় কারো নাম শুনা যাচ্ছে না।
তিনি প্রার্থী হলে ভোটাররা তার পাশে থাকবেন বলে আশ্বাস দেন। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসাবে নানানভাবে নিজের অবস্থান জানান দিচ্ছেন তিনি । দলীয় এবং ব্যাক্তি ইমেজই মাঠে শক্ত অবস্থান তৈরি হবে বলে দাবী তার অনুসারীদের। তিনি প্রার্থী হলে দলীয় প্রতীক হাত পাখা মার্কা পাবেন তাও নিশ্চিত। তাদের মূল লক্ষ্যই হলো দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। গোপালপুরের সর্বত্র মানুষের যে চাহিদা, সেটা পুরাপরি বাস্তবায়নের লক্ষেই, তিনি প্রার্থী হবেন বলে তার দলের উর্ধতন নেতারা জানান । এলাকার জনগণের দাবী সুষ্ঠ নির্বাচন হলে, ইসলামী আন্দোলন বাংলাদেশর হাতপাখা প্রতীকে আলাউদ্দিন বিজয়ী হতে পারে । গোপালপুরের ভোটের অঙ্কে বাংলাদেশের বড়ো দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির পরেই তৃতীয় স্থান করে নিয়েছে চরমোনাই পীরের প্রতিষ্ঠিত দলটি। তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করছেন।
0 Comments