JB Bangla TV:
নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রকাশ্যে অটোরিক্সা চালক সুজন ফকিরকে গলাকেটে হত্যা মামলার মূল পরিকল্পনাকারী আব্দুল মজিদ ও মজজেম হোসেনকে গ্রেফতার করেছে র্যাব-১১। দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী র্যাব-১১এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় অধিনায়ক (সিও) লেঃ কর্ণেল তানভীর মাহমুদ পাশা।
তিনি জানান, নিহত সুজনের সাথে আব্দুল মজিদের স্ত্রীর পরকীয়ার সম্পর্ক রয়েছে। এনিয়ে স্বামী-স্ত্রীর মাঝে প্রায় সময় ঝগড়া হতো। এক পর্যায়ে স্ত্রী কাউকে না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি পর না পেয়ে আব্দুল মজিদের সন্দেহ হয় সুজন কাছেই তার স্ত্রী রয়েছে। এরপর সুজনকে হত্যার পরিকল্পনা করেন তিনি। হত্যায় অংশ নেন তারই ভাতিজা মজজেম ও তার খালাতো ভাই হাসান। শনিবার সকালে সুজনকে বাসা থেকে ডেকে এনে তাকে গলাকেটে হত্যা পর পালিয়ে যায় তারা। পরে র্যাবের একটিদল ছায়া তদন্ত করে তথ্য প্রযুক্তির মাধ্যমে তাদেরক দুইজনকে নাটোর থেকে গ্রেফতার করে। এঘটনায় অপর আসামী হাসান পলাতক রয়েছে তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
গ্রেফতারকৃতদের ফতুল্লা মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
0 Comments