চলন্ত ট্রেনে ছোড়া ঢিলে আহত তরুণী


 শহীদুজ্জামান আতিফঃ 


কুমিল্লা স্টেশন থেকে ট্রেন ছাড়ার কিছুক্ষন পরে ট্রেনকে উদ্দেশ্য করে ছোড়া ঢিলে আহত হলেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে ঢাকা হতে নোয়াখালী চলাচলকারী উপকূল এক্সপ্রেস ট্রেনে। 


আজ সোমবার (২৫ অক্টোবর) উপকেল এক্সপ্রেসে গমনকারী এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণী তার গ্রামে যাত্রাপথে চলন্ত ট্রেনে কিশোর অপরাধীদের নিক্ষেপ করা ঢিলে আহত হয়। ঘটনায় আতংকিত পুরো ট্রেনের যাত্রীরা। অনেকে ট্রেন ব্যবস্থাপনার উপরে ক্ষুদ্ধ্বতা প্রকাশ করেছেন। 


রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম বলেন, চলন্ত ট্রেনে ঢিল ছোড়ার ঘটনা বন্ধে জনসচেতনতা বাড়াতে জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি। 

তিনি আরো বলেন, ২০২১ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত চলন্ত ট্রেনে ১১০টি পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের জানালার গ্লাস ভেঙেছে ১০৩টি এবং আহত হয়েছেন ২৯ জন রেলযাত্রী ও কর্মী। 


রেলপথ মন্ত্রণালয় থেকে জানানো হয়, সম্প্রতি জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ট্রেনে চড়ে উত্তরাঞ্চলে ভ্রমণে গিয়েছিলেন। তিনি ট্রেনে থাকা অবস্থাতেই বাইরে থেকে ছোড়া ঢিলের আঘাতে জানালার কাঁচ ভেঙে যায়। এই ঘটনায় কেউ হতাহত না হলেও ট্রেনের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল। 


ট্রেনে নিয়মিত যাতায়াতকারী একজন ব্যক্তি বলেন, ট্রেন আমাদের সময় ও টাকা দুটোই বাচায় বলে আমরা মধ্যবিত্তরা ট্রেনকে যাতায়াতের মাধ্যম হিসেবে ব্যবহার করি। কিন্তু এখন এটি আতংকের কারণ হয়ে দাড়াচ্ছে। এ ধরনের অপরাধ চলতে থাকলে আমাদের হেলমেট পড়ে ট্রেনে যাতায়াত করতে হবে। 


ট্রেনে ভ্রমনকারী মানুষেরা এই সমস্যার সমাধানে যথাযথ পদক্ষেপ করার জন্য জোড়ালো ভাবে প্রধানমন্ত্রীর নিকটে আবেদন জানিয়েছেন।

Post a Comment

0 Comments