নারায়ণগঞ্জ সদর উপজেলায় ৩টি ইউনিয়ন পরিষদের মনোনয়ন পত্র দাখিলন করলেন যারা


 শহীদুজ্জামান আতিফঃ 


আসন্ন ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলায় কাশীপুর, আলীরটেক ও বক্তাবলী ইউনিয়নের মেম্বার ও চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেন। 


শনিবার(১৬ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল করতে নারায়ণগঞ্জ সদর উপজেলায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে ভীড় করেন আলীরটেক, বক্তাবলী ও কাশীপুর ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা। এদিন সদর উপজেলা প্রাঙ্গনে আলীরটেক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. মোঃআতাউর রহমান ভূইয়ার কার্যালয়ে আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোঃজাকির হোসেন মনোনয়ন পত্র দাখিল করেন। 


এছাড়া বক্তাবলী ইউনিয়নের মেম্বার প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন বক্তাবলী ২নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী রমজান আলী বেপারী, ৪নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী পিয়ার আলী, মোঃসালাউদ্দিন, ৫নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মীর মোঃ আজিজুর রহমান, ৬নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী রহমান, ৯নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃআমজাদ হোসেন বাঁধন ও ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার প্রার্থী আম্বিয়া খাতুন। 


অন্যদিকে সদর উপজেলায় কাশীপুর ইউনিয়ন পরিষদের রিটার্নিং অফিসার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীব চন্দ্র রায়ের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন কাশিপুর ইউপির ২নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী অশোক সরকার।

উল্লেখ্য যে,আগামী ১১ নভেম্বর ২য় ধাপে অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ জেলার ৩ উপজেলার ১৬ ইউপি সহ সারাদেশে ৮৪৮ ইউনিয়ন পরিষদের নির্বাচন। 


তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের মনোনয়নপত্র ক্রয় শুরু হয়েছে ৩ অক্টোবর থেকে এবং জমা দেয়ার শেষ সময় ১৭ অক্টোবর পর্যন্ত,বাছাই হবে ১৯ অক্টোবর , প্রত্যাহারের শেষ সময় ২৬ অক্টোবর। ভোট হবে ১১ নভেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

Post a Comment

0 Comments