সৈয়দ মুনিরুল হক নোবেল
শর্ত ভঙ্গ করে অবৈধভাবে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের পাঁয়তারা করার অভিযোগে কুটামনি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে।
জানা গেছে, গতকাল ২৯ অক্টোবর শুক্রবার জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কুটামনি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আনিছুর রহমান, কুটামনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সম্পাদক মোঃ খোরশীদ আলম, সদস্য মোঃ রাজ মামুন, মশিউর রহমানসহ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দিয়েছেন উক্ত বিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থী মোঃ সানোয়ার হোসেন। তাকে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে নিয়োগ দেওয়ার জন্য কুটামনি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি তার কাছ থেকে ডোনেশন বাবদ পাঁচ লাখ টাকা গ্রহণ করে। কিন্তু হ্যান্ডনোটে টাকা গ্রহণ করলেও অপর প্রার্থী মোশারফ হোসেনের কাছ থেকে আট লাখ টাকা ডোনেশন নিয়ে ৩০ অক্টোবর নিয়োগ পরীক্ষা দেখিয়ে মোশারফ হোসেনকে নিয়োগ দেওয়ার পাঁয়তারা করলে সানোয়ার তা জানতে পেরে এই প্রহসনমূলক অবৈধ নিয়োগ না দেওয়ার অনুরোধ করলেও কুটামনি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি তাতে অসম্মতি জানায় এবং সানোয়ারকে নিয়োগ দেওয়ার চুক্তি ভঙ্গ করে। একারণে সানোয়ার হোসেন তার নিযুক্ত আইনজীবী এডভোকেট গোলাম নবীর মাধ্যমে কুটামনি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। এদিকে লিগ্যাল নোটিশ প্রাপ্তির পরেও যদি কুটামনি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এ অবৈধ নিয়োগ দেওয়া থেকে সরে না আসে তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়েছে।
0 Comments