চাকুরীর প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ - গ্রেফতার ৩ প্রতারক

শহীদুজ্জামান আতিফঃ আজ বুধবার, (১৩ অক্টোবর ২০২১) নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া ও শহরের চাষাঢ়ায় চাকুরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দুটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও এমডিসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী র‍্যাব -১১ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব -১১ এর অধিনায়ক লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা। গ্রেফতারকৃতরা হলো, এন.আর.এস ফোর্স সিকিউরিটি সার্ভিসের চেয়ারম্যান রফিকুল ইসলাম, এমডি সাইফুল ইসলাম এবং এম.আর.এম ফোর্সেস সিকিউরিটি সার্ভিসের চেয়ারম্যান রায়হান মিয়া। লে. কর্ণেল তানভীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া ও শহরের চাষাঢ়ায় প্রতারণারমূলক দুইটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে চেয়ারম্যান ও এমডিসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে চাকুরী প্রদানের নামে সাধারণ মানুষদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করে বেড়াচ্ছিল। গোপনে সূত্র থেকে তাদের বিষয়ে আমরা তথ্য পাই এবং তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত ভিজিটিং কার্ড, চাকুরী প্রত্যাশীদের ভর্তি ফরম, সীল,এটিএম কার্ড, অঙ্গীকারনামা, সিকিউরিটি ইউনিফর্ম ও আয়-ব্যায়ের রেজিষ্টার বই জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Post a Comment

0 Comments