রিপোটঃপলাশ সেন নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
ফটো ঃ শেখ কাউছাড়
নারায়ণগঞ্জ থেকে সরাসরি গাজীপুর যাওয়ার জন্য সহজ মাধ্যম অনাবিল। তাই সকল ছাত্র-ছাত্রী অনাবিল বাসে করে দীর্ঘ দিন যাতায়াত করছে।
কিন্তু কি হচ্ছে অনাবিল বাসে ? কেন এই বাসের যাত্রিদের এতো অভিযোগ ও ক্ষোভ।
যাত্রীদের কাছে আমরা জানতে পারি। গাড়ীর ভিতরে নাকি চলে নেশা। নেশা করে চালক এবং বাসের ষ্টাপরা। গাড়ির গেটের সামনে দাড়িয়ে খায় গাজা, সিকারেট ইত্যাদি। বাধা দিলে ঝগড়া থেকে মারামারি করতেও দ্বিধা করে না যাত্রীদের সাথে বাসের হেলপার ষ্টাপরা।
এছাড়াও ভাড়া নেওয়ার নামে চলে এক প্রকার চাদাবাজী।জোড় করে নেওয়া অতিরিক্ত ভাড়া কেউ বাদা দিলে হেলপার ষ্টাপরা নানা রকম ভাবে খারাপ ব্যবহার করে যাত্রী দের সাথে।
উঠানো হয় অতিরিক্ত যাত্রী। নারী যাত্রী উঠানোর পর, সিট ব্যবস্থা না করে দাড় করিয়ে রাখা হয়।
এইসব পরিবহন এর দিকে নজর নেই আইনশৃঙ্খলা বাহিনীর। তাই দিন দিন এইসব বাস চালক ও হেলপার ষ্টাপরা হয়ে পড়ছে বেপরোয়া।
এই সকল সমস্যা থেকে স্থায়ী মুক্তি চায় যাত্রীরা।
0 Comments