ইউপি নির্বাচনে নাশকতার আশাংকা শামীম ওসমানের


 শহীদুজ্জামানঃ


আসন্ন ইউপি নির্বাচনে নাশকতার আশঙ্কা করে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমি সবার কাছে একটু সহযোগিতা চাই। উগ্র মৌলবাদী শক্তি প্লাস আরও কিছু লোক যারা মুখোশ পরে থাকে তাদের সংযোগে নারায়ণগঞ্জে এই নির্বাচনী এলাকাতে লাশের রাজনীতি খেলার জন্য একটা গেম খেলা হচ্ছে। আপনারা দয়া করে একটু সজাগ থাকবেন।

তিনি বলেন, আমাদের পরিষ্কার ভাষায় কথা— প্রতিটি ইউপিতে নির্বাচন হবে, যাকে ইচ্ছা তাকে তার ভোট প্রয়োগ করবে। এ ভোট প্রয়োগে যদি কেউ কোনোভাবে বাধা সৃষ্টি করতে যায় তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হস্তে ব্যবস্থা নেবে।

মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সঙ্গে দেখা করতে এসে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিং করে শামীম ওসমান এসব কথা বলেন।

এ সময় উপস্থিতি ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েলসহ দলীয় নেতাকর্মীরা।

তেলের দাম বৃদ্ধিতে বাসভাড়া প্রসঙ্গে শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জে আমি নিজেও একটা বাস পরিবহনের সঙ্গে জড়িত- সেটি হচ্ছে ‘শীতল পরিবহন’। ওখানের সরকার নির্ধারিত ভাড়া অনুযায়ী ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ৭০ টাকা ভাড়া হওয়া উচিত। কিন্তু আমি গতকালই তাদের বলেছি ৫ টাকা কমিয়ে ৬৫ টাকা করতে। অন্য পরিবহনগুলোও আমাদের অনুরোধে ৫ টাকা ভাড়া কমিয়েছে। আমরা যদি আরও কিছু ভাড়া কমাতে পারি সেটি যৌক্তিক কারণ হতে পারে। যানজট কমাতে পারলে অধিক তেল পুড়বে না। রুট পারমিট ছাড়া অনেক গাড়ি চলছে। পারমিটবিহীন গাড়িগুলো কমাতে পারলে যানজটের সমস্যা দূর হবে। পরিবহন ব্যবসায়ীরাও লাভবান হবেন।

উল্লেখ্য, ফতুল্লার ৪টি ইউনিয়নসহ জেলার ৫টি উপজেলার একাধিক ইউনিয়ন পরিষদে আগামী ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে এমপি শামীম ওসমান নাশকতার আশঙ্কা জানিয়ে সাংবাদিকদের ডেকে প্রেস ব্রিফিং করেন।

Post a Comment

0 Comments