জেবি বাংলা নিউজ ডেস্কঃ
আজ শুক্রবার (১৯ নভেম্বর) নারায়ণগঞ্জে আয়োজিত হয়েছে ২০০৮ সালের এসএসসি এবং ২০১০ সালের এইচএসসি ব্যাচের বন্ধুদের মিলনায়তন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিল সারা বাংলাদেশ থেকে আগত সর্বমোট ৩০০ ব্যাচম্যাট। সকলের উপস্থিতিতে বর্ণাঢ্য ও আনন্দমূখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানটি আয়োজিত হয় নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত খানপুর চৌরঙ্গী ইকোপার্কে। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত পর্যায়ক্রমে ইকো পার্কের বিশেষ ভাসমান লঞ্চ রেস্তোরাতে অনুষ্ঠানটি বিভিন্ন উল্লাসকর কার্যকলাপের মধ্যদিয়ে সফল ভাবে শেষ হয়।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিল আনোয়ার, পাবেল, সাঈদ আনোয়ার, সাখাওয়াত এবং রনি ৷
অনুষ্ঠানে উপস্থিত একজন বলেন, চলার পথে মা-বাবার পরে সবচেয়ে মধুর সম্পর্কের নাম বন্ধুত্ব। অর্থাৎ আত্মার কাছাকাছি যে বাস করে। কর্ম জীবনের ব্যস্ততার কারনে বন্ধুত্বের মধ্যে সামাজিক দূরত্ব দিনে দিনে বেড়েই যাচ্ছে। সাময়িক অবসান ঘটাতে নারায়ণগঞ্জ জোনের পক্ষ থেকে আয়োজিত এই বন্ধুদের গেট টুগেদার সেই পুরোনো স্মৃতিগুলোকে নতুন করে জাগিয়ে তুলেছে৷ পুরোনো বন্ধুদের সবাইকে কাছে পেয়ে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত।
বন্ধুত্বের মিলন এই অনুষ্ঠানটিকে সফল করার জন্য স্পন্সর করেছে ঢাকা স্টিল ও কানেক্ট ইট প্রতিষ্ঠানগুলো৷
0 Comments