শহীদুজ্জামান আতিফঃ
দীর্ঘ ২৯ বছর পর হতে যাচ্ছে ফতুল্লা ইউনিয়ণ পরিষদ নির্বাচন। তফসিল অনুযায়ী আগামী ২৩শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন।
বুধবার (১০ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, প্রার্থী বাছাইয়ের শেষ তারিখ ২৯ নভেম্বর, আপিল দায়েরের শেষ তারিখ ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তির শেষ তারিখ ৩-৫ ডিসেম্বর, প্রার্থীর প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর এবং ভোট গ্রহনে হবে ২৩ ডিসেম্বর।
উল্লেখ্য, সর্বশেষ ১৯৯২ সালে ফতুল্লা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তারপর থেকে অদ্যবধি ফতুল্লা ইউনিয়নে নির্বাচন হয়নি।
২০১১ সালের ৫ অক্টোবর ফতুল্লার সাবেক চেয়ারম্যান নূর হোসেন এর মৃত্যু হয়। মামলা সংক্রান্ত জটিলতার কারনে দীর্ঘ এত দিন এই ইউনিয়নের নির্বাচন বন্ধ ছিলো।
0 Comments