সৈয়দ মুনিরুল হক নোবেল
"বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন" প্রতিপাদ্যের আলোকে ৬ নভেম্বর ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে জামালপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শনিবার সকাল ১০টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে জেলা প্রশাসক মুর্শেদা জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকির হোসেন, নেজারত ডেপুটি কালেক্টর মোঃ মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা একেএম ফজলুল হক।
স্বাগত বক্তব্য রাখেন, জেলা সমবায় কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম। অনুষ্ঠানের প্রারম্ভে অনুষ্ঠানস্থলে জাতীয় পতাকা উত্তোলন করেন, জেলা প্রশাসক মুর্শেদা জামান, সমবায়ের পতাকা উত্তোলন করেন, বীর মুক্তিযোদ্ধা একেএম ফজলুল হক। শ্রেষ্ঠ সমবায় সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখেন, জামালপুর সদর উপজেলার ১৩নং মেষ্টা ইউনিয়ন এলাকার চিত্রলেখা মহিলা সমবায় সমিতির সভাপতি রিক্তা বেগম। জামালপুর জেলা কোঅপারেটিভ ক্রেডিট লিমিটেডের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, আফছানী আক্তার। পরে ১০টি ক্যাটাগরীতে ১০টি শ্রেষ্ঠ সমিতিকে ক্রেষ্ট ও সনদপত্রের মাধ্যমে পুরষ্কৃত করা হয় এবং ২৮জন সুবিধাবঞ্চিত মহিলার মাঝে ১ লাখ টাকা করে মোট ২৮ লাখ টাকা বার্ষিক মাত্র শতকরা ৪ভাগ সুদে লোনের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন, জামালপুর সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আতিকুর রহমান।
0 Comments