ইউপি নির্বাচনের মুছাপুর ইউনিয়নের মেম্বার প্রার্থী মনোয়ার হোসেনকে হত্যার চেষ্টা


 রিপোটঃ পলাশ সেন

ফোটঃজিহাদ হোসেন


আজ বুধবার (১০ নভেম্বর) ইউনিয়ন পরিদষ নির্বাচনের বন্দর উপজেলাধীন মুছাপুর  ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ মনোয়ার হোসেন (মোরর্গ প্রতীক) ও তার সমর্থকদের উপর হামলার ও হত্যার চেষ্টা করা হয়েছে। বুধবার রাতে নির্বাচনী কাজ শেষে বাড়ি ফেরার পথে ঘটনাটি ঘটে। 


৬নং ওয়ার্ডেরই অপর এক মেম্বার পদপ্রার্থী শাহাবদ্দিন  (ফুটবল প্রতীক) ও তার সমর্থকরা এ হামলার ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে। এতে মেম্বার পদপ্রার্থী মোঃ মনোয়ার হোসেন গুরুতর আহত ও রক্তাক্ত হয় এবং তার সর্মর্থক সহ মোট ৮/১০ জন আহত হয়েছেন।  


গুরুতর আহত অবস্থায় মনোয়ার হোসেন নারায়নগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যরা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র থেকে চিকিৎসা নিয়েছেন। 


মনোয়ার হোসেন উল্লেখিত বিষয়ের প্রেক্ষিতে বন্দর থানায় অভিযোগ করেন। উক্ত অভিযোগে তিনি প্রতিদ্বন্দ্বী মেম্বার পদপ্রার্থী শাহাবদ্দিন, তার ছেলে কাজল, মেয়ের জামাই সপন, তুহিন, তানভির সহ অজ্ঞাত আরো ৮/১০ জনকে বিবাদী হিসেবে অভিযোগ দায়ের করেন। 


স্থানীয় সূত্রে জানাগেছে, ফুটবল প্রতীকের প্রার্থী শাহাবদ্দিন সন্ত্রাসী কর্ম-কান্ডে সাথে জড়িত। আসন্ন নির্বাচনকে সামনে রেখে উদ্দেশ্যমূলক ভাবে ঘটনাটি ঘটানো হয়েছে। 


স্থানীয় মানুষের ভাষ্যমতে, মনোয়ার হোসেন ইতোমধ্যে ৬নং ওয়ার্ডের মেম্বারের দায়িত্বে ছিলেন। তাছাড়া এবারও তার সমর্থকদের সংখ্যা অন্যদের চেয়ে বেশি। তাই এবারও ৬নং ওয়ার্ডে পুনরায় তার নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই এক প্রকার ক্ষোভে আসক্ত হয়ে প্রতিদ্বন্দ্বী শাহাবদ্দিন এই ঘটনাটি ঘটিয়েছে। 


স্থানীয় সাধারণ মানুষ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এই ধরণের সন্ত্রাসী কর্মকান্ডের আমরা নিন্দা জানাই। আমরা অপরাধীদের শাস্তির জোড়ালো দাবি জানাচ্ছি। 


উক্ত ঘটনাটি আইনের প্রক্রিয়াধীন রয়েছে।

Post a Comment

0 Comments