ব্রেকফেল ট্রাকের দুর্ঘটনা জেলাপ্রশাসকের কার্যালয়ের সামনে


 শহীদুজ্জামান আতিফঃ 


নারায়ণগঞ্জের জেলাপরিষদ প্রধান সড়কে ব্রেকফেল ট্রাক নিয়ন্ত্রনহীন হয়ে যাওয়ায় ট্রাক ড্রাইভার গাড়িটিকে চড়িয়ে দেয় জেলাপরিষদ মোড়ে দুই রাস্তার মধ্যস্থে থাকা রোড-ব্লক দেয়ালের উপর। ট্রাক দুর্ঘটনাটিতে কারো ক্ষতি না হলেও হয়রানির স্বীকার হচ্ছে স্থানীয় সাধারণ মানুষ এবং পথটিতে যাতায়াতকারীরা। 


আজ সোমবার (০৮ নভেম্বর) সকাল প্রায় ৬:০০ টার দিকে ঢাকাগামী একটি মালবাহী ট্রাক চাষাড়া থেকে ঢাকার যাত্রাপথে হঠাৎ ব্রেকফেল হয়। ট্রাকটি জেলাপরিষদ মোড়ে এসে দুই রাস্তার মধ্যে থাকা রোড -ব্লকের উপরে চড়িয়ে দেয় ট্রাকটি ড্রাইভার। 


সরেজমিনে গিয়ে ট্রাক ড্রাইভার পারভেজের সাথে কথা বললে সে বলেন, আমি ট্রাক চালানোর সময়ে হঠাৎ লক্ষ্য করি ট্রাকের ব্রেক কাজ করছে না। এমন মুহূর্তে সাধারণ মানুষ এবং আমার প্রাণের ঝুকি থাকায় আমি ট্রাকটিকে বন্ধ করার উদ্দেশ্যে রোড ব্লকের উপরে চড়িয়ে দিয়েছি। 


স্থানীয় এক চায়ের দোকানী রহমত বলেন, আমি খুব ভোরে দোকানে বসেছিলাম। হঠাৎ দেখলাম একটি ট্রাক এসে রাস্তার সাথে ধাক্কা খেয়ে বন্ধ হয়ে গেলো। খুব ভোরে ঘটনাটি ঘটায় পথে কোনো যানবাহন বা মানুষ ছিল না। তাই কারো কোনো ক্ষতি হয়নি। 


ঘটনাটি ঘটার কিছু সময়ের মধ্যে নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশ বিষয়টি সম্পর্কে অবগত হলে ট্রাফিক পুলিশের টিআই আকবর এবং দুইজন পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। তারা প্রাথমিক অবস্থায় রাস্তায় লেগে থাকা যানজট নিরসন এবং ট্রাকটি মেরামতের মাধ্যমে সড়ক থেকে সরানোর ব্যবস্থা নিচ্ছেন। 


ট্রাকটি রাস্তার মধ্যে থাকায় এই সড়ক দিয়ে যাতায়াতকারী সকল পরিবহণ এবং অফিস, আদালতগামী সাধারণ মানুষ হয়রানির স্বীকার হচ্ছে। এই যানজটের কারণে অফিসে পৌছাতে দেরি হচ্ছে নারী-পুরুষ নির্বিশেষে সকল পেশার মানুষের। 


স্থানীয় পোষাক শিল্প উৎপাদনকারী প্রতিষ্ঠান 'মডেল ডি ক্যাপিটাল' গার্মেন্টসে কর্মরত এক কর্মী রোকেয়া ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, তাদের প্রতিষ্ঠানে পৌছানোর নির্দিষ্ট একটি সময়সীমা থাকে। সেই সময়ের পরে গেলে কর্মীদের ভেতরে প্রবেশ করতে দেয়া হয় না। এই যানজটের কারণে আজ হয়তো তাকে গার্মেন্টসে প্রবেশ করতে দেয়া হবে না। 


নারায়ণগঞ্জ নতুন কোর্টের একজন আইনজীবি কামরুল ইসলামের সাথে পথিমধ্যে দেখা হলে তিনি পুলিশের সমালোচনা করে বলেন, সকাল ৬ টায় হওয়া দুর্ঘটনার একটি সুনির্দিষ্ট সমাধান করতে পুলিশ বেশি সময় ব্যয় করে ফেলেছে। যেহেতু এটি নারায়ণগঞ্জ শহরের সাথে যুক্ত হওয়ার সবচেয়ে ব্যস্ততম সড়ক, তাই এই পথে শিক্ষার্থী, অফিসগামী, ব্যবসায়ী ও চাকুরীজীবিরা সকালের সময়ে বেশি যাতায়াত করে। বিষয়টি আমলে রেখে দ্রুততার সাথে ট্রাকটিকে সড়ক থেকে সরানোর ব্যবস্থা করা উচিত ছিল। 


সড়কের যানযট নিরসনের কাজে প্রচন্ড ব্যস্ত থাকায় উপস্থিত পুলিশ কর্মীদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Post a Comment

0 Comments