শহীদুজ্জামান আতিফঃ
আসন্ন ফতুল্লা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৭নং ওয়ার্ডের ফুটবল প্রতীকের মেম্বার পদপ্রার্থী মোঃ আওলাদ হোসেন প্রচারণা ও জনসমর্থনে অন্যান্য প্রার্থীদের চেয়ে এক ধাপ এগিয়ে। তিনি মাইকিং করে, পোষ্টার লাগিয়ে এবং গান-বাজনা করে মানুষের কাছে ভোট চাওয়াকে যুক্তিসংগত মনে করছেন না। সরাসরি যাচ্ছেন ভোটারদের দার-প্রান্তে, চাইছেন ভোট এবং দোয়া। পাশাপাশি জানার চেষ্টা করছেন সামাজিক সমস্যাবলি সম্পর্কে।
স্থানীয় সর্বোসাধারণ বলছেন, 'আওলাদ ভিন্ন চিন্তাধারার একজন ব্যক্তি। তিনি খুবই শান্ত স্বভাবের বিচক্ষন একজন লোক। তিনি নির্বাচনে বিজয়ী হওয়ার অপেক্ষা করছেন না। আমাদের কাছে ভোট চাওয়ার পাশাপাশি এলাকার সমস্যা গুলো জানতে চাচ্ছেন এবং মেম্বার পদ পাওয়ার পূর্বেই বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করার প্রস্তুতি নিচ্ছেন।'
সরেজমিনে গিয়ে স্থানীয় মহিলাদের সাথে কথা বললে তারা বলেন, 'আওলাদ সাহেব কোনো প্রকার পদ পদবি ছাড়াই লম্বা সময় যাবৎ আমাদের পাশে থেকেছেন। করোনা মহামারী কালীন সময়ে সহায়তা করেছেন অগণিত অসহায়দের। যখনই এই এলাকার কারো সাহায্যের প্রয়োজন হয়েছে, তিনি (আওলাদ) কোনো প্রত্যাশা ছাড়াই আমাদের পাশে থেকেছেন। তাই আমরা এই ওয়ার্ডের মেম্বার হিসেবে তাকে চাই।'
এ বিষয়ে মেম্বার প্রার্থী আওলাদ বলেন, 'এই ওয়ার্ড আমার এলাকা নয়, এটা আমার পরিবার। মেম্বার পদ আমার জন্য শুধুমাত্র দায়িত্বের অধিকার পাওয়া মাত্র।'
তিনি আরো বলেন, 'আমি বিজয়ী হোলে মেম্বার হবে ওয়ার্ডবাসী। আর আমি হবো তাদের সেবক। ছোট বড় নির্বিশেষে সকলের ভালোবাসা নিয়ে সারা জীবন এই সমাজের উন্নয়নের জন্য কাজ করে যাওয়াই এখন আমার একমাত্র উদ্দেশ্য।'
উল্লেখ্য, দীর্ঘ প্রায় ৩০ বছর পরে আগামী ২৬ ডিসেম্বর হতে যাচ্ছে ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচন।
0 Comments