বাসে আগুন লাগার ১২/১৫ মিনিটের মধ্যে জামায়াত পরিচালিত পেইজ লাইভে


শহীদুজ্জামান আতিফঃ 

সোমবার রাতে রাজধানীর রামপুরা বাজার এলাকায় বাস চাপায় মাইনুদ্দিন নামের এক ছাত্র নিহত হন। নিহত হওয়ার ঠিক ১৫ মিনিটের মাথায় বিভিন্ন কোম্পানির ৯টি বাস আগুনে জ্বলছিল। বিক্ষুদ্ধ ছাত্ররা বাসগুলোতে আগুন দেয় বলা হলেও, ঘটনার পর পরই কিছু এপ্য এবং ফেইসবুক পেইজের লাইভ অনেক গুলো প্রশ্নের জন্ম দেয়। 


ঘটনার ঠিক ১২-১৫ মিনিটের মধ্যে সরাসরি লাইভ দেখানো হয়  'নিরাপদ সড়ক আন্দোলন' ও জামায়াত শিবিরের 'বাঁশের কেল্লা'নামক দুইটি ফেইসবুক পেইজ থেকে। 


সরেজমিনে গিয়ে স্থানীয় মানুষের কাছে প্রশ্ন করা হয়েছে, 'শুধু বিক্ষুদ্ধ জনতাই এই ঘটনাটি ঘটিয়েছে কিনা?' উত্তরে হকাররা বলেন, 'এতো রাতে তো আর ছাত্ররা এখানে থাকে না। এটা আউট পোলাপানের কাজ। তাছাড়া যারা আগুন দিয়েছে তাদের গায়ে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পোষাক ছিল না। তাড়া আউট পোষাকে ছিল।'


অন্যদিকে ডিএমপি'র মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোঃ ফারুক হোসেন বলেন, 'যারা বাসে আগুন দিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরী করার চেষ্টা করেছে তাদের চিহ্নিত করার জন্য আমরা কাজ করছি। এলাকা জুড়ে যে সকল সিসি ক্যামেরা আছে আমরা সেগুলোর ফুটেজ ইত্যোমধ্যে সংগ্রহ করেছি।  বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবী করছেন এলাকাবাসীর। 


সূত্রঃ- SOMOY TV


সংবাদটি শেয়ার করে সঙ্গে থাকুন। আপনার চারপাশে ঘটে যাওয়া যেকোন খবর সরাসরি আমাদেরকে জানাতে ই-মেইল করুন satif2512@gmail.com। 

আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করবো। 

Post a Comment

0 Comments