গাজীপুরে ভুয়া পুলিশ পরিচয়ে আটক

 


হেলেনা আক্তার গাজীপুর প্রতিনিধি 


গাজীপুর মহানগর বাসন মেট্রো থানার অফিসার ইনচার্জ মোঃ মালেক খসরু খানের দিকনির্দেশনায় গাজীপুর  চান্দনা চৌরাস্তা থেকে  ভূয়া পুলিশ ও র‌্যাব পরিচয় দানকারী ১ ব্যাক্তিকে গ্রেফতার করেন বাসন মেট্রো থানা পুলিশ। 


শনিবার ১৮/১২/২০২১ইং তারিখ  রাত ৯ঃ১০ মিনিটের  সময় গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায়  কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ফোমগাঁও দক্ষিণ পাড়ার মোঃ দেলোয়ার হোসেনের ছেলে মোঃ বাবুল (২৮) কে গ্রেফতার করেন গাজীপুর মহানগর বাসন মেট্রো থানা পুলিশ। বাবুল গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানার ভোগড়া বাবু সরকারের বাড়িতে বসবাস করতেন।


বাসন মেট্রো থানার প্রেসবিজ্ঞপ্তিতে জানা যায় গত ১৮ ই ডিসেম্বর রাত ৯.১০ মিনিটে অনুপম সুপার মার্কেটের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ফল বিক্রেতার নিকট থেকে চাঁদাবাজি করার সময় বাবুল কে আটক করে জিএমপির বাসন  থানার অফিসার ইনচার্জ মোঃ মালেক খসরু খান। 

সরেজমিনে জানাযায়  গ্রেফতারকৃত আসামীসহ আরো অজ্ঞাত ৩/৪ জন হকারদের থেকে পুলিশের পরিচয় দিয়ে চাঁদা আদায় করার সময়ে ১ নং আসামী বাবুল কে গ্রেফতার করলে বাকি আসামীরা পালিয়ে যায়, পলাতক আসামীদের মধ্যে মোঃ মিজান(২৫)। 


জানাযায় আসামীগন গত তিন চার মাস থেকে গাজীপুর মহানগর চান্দনা চৌরাস্তা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ফল বিক্রেতাসহ হকারদের থেকে পুলিশের এসআই ও র‌্যাব পরিচয়ে ১ শত ও ২ শত  টাকা করে  চাঁদাবাজি করে আসছেন। পুলিশ জানায় মহানগরীর বাসন থানার নলজানীতে বসবাসকারী মোঃ সিদ্দিকুর রহমান এর ছেলে মো রতন(৩৮) এর নিকট ৫ হাজার টাকা চাঁদা দাবী করেন পরে ফল বিক্রেতা  রতন, চাঁদা দিতে অস্বীকার করলে আসামী বাবুল গুলি করার ভয় দেখিয়ে পকেট থেকে খেলনা পিস্তল বের করে ফল বিক্রেতা রতনের নিকট থেকে ২৫০০ শত টাকা চাঁদা নেয়। আসামীদের কথা আচার আচরণে  ফল বিক্রেতা রতনের সন্ধেহ হলে তিনি চিৎকার করে আশেপাশের দোকানদার হকারদের ডাকাডকি করেন। চিৎকার শুনে আশেপাশের দোকানদাররা ও লোকজন আসতে দেখে আটককৃত আসামীসহ তার সঙ্গীরা পালানোর চেষ্টা করলে এগিয়ে আসা দোকানদার ও লোজনের সহায়তায় আসামী বাবুল কে আটক করে চান্দনা চৌরাস্তায় টহলরত  বাসন থানার  পুলিশকে সংবাদ দিলে বাসন থানা পুলিশ আসামীকে হেফাজতে নেন এবং আটককৃত আসামীর নিকট থেকে ১, খেলনা পিস্তল, ১, টি লেজার লাইট, একজোরা পুলিশের জুতা, ও আদায়কৃত  চাঁদার ২৫০০ শত টাকা উদ্ধার করেন।


 

পরে ফল বিক্রেতা রতন (৩৮) এর সঙ্গীয় ফল বিক্রেতা আকরাম,  হৃদয়, সোহেলসহ অন্যান্য ভুক্তভোগীরা বাসন মেট্রো থানায় অভিযোগ দায়ের করেন,  মামলা নং ০৮,  তারিক ১৯ ই ডিসেম্বর ২০২১ ইং,  ধারা  ১৭০/৩৮৫/৩৮৬/৩৪ পেনালকোড রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করেন বাসন মেট্রো থানা ।

Post a Comment

0 Comments