শহীদুজ্জামান আতিফঃ
আজ সোমবার (০৬ ডিসেম্বর) নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন বৃহত্তর তল্লার গ্রীনরোড এলাকায় সিদ্দিক নামক রিক্সাওয়ালা মারা যায়। কিন্তু স্থানীয় মানুষসহ এলাকাবাসীর কেউই মৃত ব্যক্তির পরিচয় বা পরিবার সম্পর্কে কোনো তথ্য জানেনা।
মৃত সিদ্দিকের সাথের অন্য এক রিক্সাওয়ালা বলেন, '০৬ ডিসেম্বর সকাল ১০ টা নাগাদ ঘুম থেকে না উঠায় গ্যারেজের মালিক অন্যান্য রিক্সাচালকদের নিয়ে তার রুমে গেলে তাকে মৃত হিসেবে শনাক্ত করেন। পরবর্তীতে তিনি পুলিশের সাথে যোগাযোগ করে বিষয়টি পুলিশকে জানান।'
সরেজমিনে গিয়ে রিক্সার গ্যারেজের মালিকের সাথে কথা বললে তিনি বলেন, 'রিক্সাচালক সিদ্দিক এখানে গত তিন বছর যাবত রিক্সা চালাচ্ছে। এই সময়ে সে কখনোই তার বিষয়ে কিছু বলেনি। যখনই জিজ্ঞেস করার চেষ্টা করেছি তিনি (সিদ্দিক) বলেছেন তার কেউ নেই।'
তিনি আরো বলেন, 'মৃত সিদ্দিক কিছু দিন আগে বলেছেন সে যদি মারা যায় তাহলে তার কাছে থাকা টাকা দিয়ে যেনো তার মৃতদেহ কবরস্থ করে ফেলা হয়।'
বিষয়টি নিয়ে ঘটনাস্থলে উপস্থিত ফতুল্লা থানার পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীরের সাথে কথা বললে তিনি জানান, 'মৃত ব্যক্তির কোনো প্রকার তথ্য শনাক্ত করা সম্ভব হয়নি। আমাদের সাইবার টিম তার আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) নিয়ে তার জাতীয় পরিচয়পত্রের খোজ করার চেষ্টা করছি। তার তথ্য সংগ্রহ করা সম্ভব হলে মৃতদেহটি তার পরিবারের নিকটে হস্তান্তর করে দিবো।'
বিষয়টি এখনো আইনি প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করবো।
আমাদের ফেইসবুক পেইজঃ 'JB BANGLA
0 Comments