শহীদুজ্জামান আতিফঃ
বিজয় দিবসের উদযাপন হিসেবে দিনের প্রথম ভাগে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া ও মিলাদের আয়োজন করেছেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের জনগনের মনোনীত ফুটবল মার্কার মেম্বার পদপ্রার্থী মোঃ আওলাদ হোসেন।
আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুর বেলা ১ টায় যোহরের নামাজের পর ফতুল্লার কায়েমপুর অধীনস্ত গ্রীনরোড এলাকায় আয়োজিত হয় মিলাদটি। যেখানে স্থানী মুরুব্বি সহ সকলে শহীদদের জন্য দোয়ায় অংশগ্রহণ করেন।
দোয়া ও মোনাজাত শেষে সকলের জন্য খিচুড়ি পরিবেশন করা হয়। স্থানীয় সকলের উপস্থিতিতে আনন্দমূখর পরিবেশের সকলে একসাথে মিলে উক্ত আয়োজনটি সফল করেন। স্থানীয় সর্বোসাধারণ মেম্বার পদপ্রার্থীর এই ধরনের উদ্যোগে অত্যন্ত আনন্দিত।
এ বিষয়ে কথা বলতে গেলে মেম্বার প্রার্থী আওলাদ বলেন, ' আমরা বিজয় মিছিল করেছি। কিন্তু আতসবাজি ফুটিয়ে বা লোক দেখানো কর্মকান্ড করে হাজার হাজার টাকা নষ্ট করাকে আমি অযৌক্তিক মনে করি। সেই টাকা দিয়ে গরিব মানুষকে খাওয়ানো যায়, এতিমদের জন্য কিছু করা যায়। সেই মনোভাব থেকেই আমি আমার ৭নং ওয়ার্ড পরিবারের (এলাকার) সকলকে নিয়ে বিজয়ের ৫০ বছর উদযাপন করেছি।'
তিনি আরো বলেন, 'যারা নিজেদের প্রাণের বিনিময়ে দেশকে স্বাধীন করে রেখে গেছেন তাদের ঋণ কোনো দিন শোধ করা সম্ভব না। তবুও তাদের প্রতি শ্রদ্ধার জায়গা থেকে কিছু করার ইচ্ছা থাকলে আমি মনে করি মিছিল, মিটিং বা শ্লোগানের চেয়ে তাদের জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করা উত্তম। যেনো তারা কবরে শান্তি নিয়ে থাকতে পারে।'
0 Comments