নিরাপদ সড়ক ইস্যুতে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের আবারো সড়ক অবরোধ


 শহীদুজ্জামান আতিফঃ

আজ শনিবার (০৪ ডিসেম্বর ২০২১) বেলা দুপুর ১২ টায় রাজধানীর রামপুরা ব্রীজ এলাকায় শিক্ষার্থীরা আবারো নিরাপদ সড়কের ৯ দফার দাবিতে বিক্ষোভ সভা ও আন্দোলন মিছিল করে। শত শত শিক্ষার্থীদের উপস্থিতিতে নিরাপদ সড়ক ও বাস ভাড়া অর্ধেকের জন্য রাজপথে চলে স্লোগান ও অবরোধ।


এক শিক্ষার্থী তার বক্তব্যে বলেন, 'আমাদের দেশের একজন শিক্ষার্থী কেনো সড়কে নিরাপদ নয়। দেশে একটা ব্রিজ তৈরী হলে তার অর্ধেক দুর্নীতিবাজ নেতারা লুট করে নেয়। জনগনের টাকায় রাস্তা নির্মাণ করা হলে সে রাস্তা এক বছরের মাথায় ভঙ্গুর হয়ে যায়।'



শিক্ষার্থী বক্তব্যে আরো বলেন, 'দেশের সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে আজকে আমরা লালকার্ড উত্তোলনের মাধ্যমে তাদের প্রতিবাদ জানাচ্ছি। ফুডবল খেলায় যেরকম অন্যায় করলে খেলোয়ারদের লাল কার্ড দেয়া হয়। ঠিক একই ভাবে সড়ক ব্যবস্থাপনার সাথে জড়িত দেশের সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমরা লালকার্ড দেখিয়ে বাংলার ঐতিহ্যকে রক্ষা করার জন্য রেফারিদের ভূমিকা পালন করতে আজকে রাজপথে দাড়িয়েছি।'




উল্লেখ্য, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে গত ৭ নভেম্বর থেকে ঢাকাসহ সারা দেশে বাসের ভাড়া গড়ে ২৭ শতাংশ বাড়ানো হয়। শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে অর্ধেক ভাড়া নিশ্চিত করতে ১১ নভেম্বর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) একটি স্মারকলিপি দেয় নিরাপদ সড়ক আন্দোলনের (নিসআ) সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা।

সেদিন থেকেই অর্ধেক ভাড়ার দাবিতে সড়কে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। আন্দোলনের মধ্যে ২৪ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহত হলে অর্ধেক ভাড়ার সঙ্গে আন্দোলনে নিরাপদ সড়কের দাবি যুক্ত হয়।

আন্দোলনের মুখে গত মঙ্গলবার রাজধানীতে বাসে অর্ধেক ভাড়া নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। তবে শিক্ষার্থীরা নিরাপদ সড়কসহ সারা দেশে অর্ধেক ভাড়ার দাবিতে অনড় রয়েছে।

সংবাদটি শেয়ার করে সঙ্গে থাকুন। আপনার চারপাশে ঘটে যাওয়া যেকোন খবর সরাসরি আমাদেরকে জানাতে ই-মেইল করুন satif2512@gmail.com 
আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করবো।
আমাদের ফেইসবুক পেইজঃ 'JB Bangla'

Post a Comment

0 Comments