লঞ্চে আগুনে প্রাণহানির ঘটনায় ওবায়দুল কাদেরের শোক


 ঝালকাঠি সদর উপজেলার সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 

তিনি নিহত সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনসহ শোকসন্তপ্ত সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এই দুর্ঘটনায় আহতদের আশু সুস্থতা কামনা করে চিকিৎসা সেবা প্রদানে যত্নবান হওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন। একইসঙ্গে  তিনি উদ্ধার কাজে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য দলীয় নেতাকর্মীর প্রতিও আহ্বান জানান।

প্রসঙ্গত, ঝালকাঠির কাছে সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী এমভি অভিযান-১০ লঞ্চে বৃহস্পতিবার রাত ৩টার দিকে আগুন ধরে যায়। ইঞ্জিন কক্ষ থেকে এর সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে ৪০ জনের লাশ উদ্ধার করেছে ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। আহত শতাধিক হাসপাতালে চিকিৎসাধীন।

Post a Comment

0 Comments