র‍্যাবসহ অন্য প্রতিষ্ঠানের নামে অভিযোগ ঠিক নয়: আইনমন্ত্রী



 

ঢাকা: যেসব অভিযোগে র‌্যাব বা অন্যান্য প্রতিষ্ঠানকে অভিযুক্ত করা হয়েছে, তা ঠিক নয় এবং তা কল্পনাপ্রসূত বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।


রোববার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।


এ সময় মন্ত্রী বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা আইনের শাসনে বিশ্বাস করে, তাদের কিন্তু একটা কর্তব্য থাকে। সেটা হচ্ছে ডিউ প্রসেস। যাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়, তাদের বক্তব্য শোনা উচিত। আমার কাছে যতটুকু তথ্য আছে- যাদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাদের বক্তব্য নেওয়া হয়েছে বলে আমার মনে হয় না। আমি এটাও স্পষ্ট ভাষায় বলতে চাই যে, যেসব দোষে র‌্যাব বা অন্যান্য প্রতিষ্ঠানকে দোষী করা হয়েছে, তা ঠিক নয় এবং এটা কল্পনাপ্রসূত।


এ সময় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডগুলোর কথা সঠিক নয় কী- জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশে কোনো বিচার বহির্ভূত হত্যা বা হত্যাকাণ্ড হয়নি।


খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার আবেদনের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আপনারা একটু অপেক্ষা করুন, জানতে পারবেন।

Post a Comment

0 Comments