স্টাফ রিপোর্টারঃ দূর্জয় সেন পলাশ আসন্ন ১৬ই জানুয়ারী, ২০২২ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে ৭নং ওর্য়াডের কাউন্সিলর পদপ্রার্থী তানজিম কবির সজু ঠেলাগাড়ি প্রতীকের ৭ জন দাবিদ্বারকে পেছনে ফেলে আজ ঠেলাগাড়ি প্রতীকের অধিপতি হয়েছেন। আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) তিনি (তানজিম) তার পছন্দের নির্বাচনি প্রতীক ঠেলাগাড়ি পেয়েছেন। প্রতীক পাওয়ার পর থেকে এলাকাবাসী আন্দনে উচ্ছ্বসিত। সবাই শহর জুড়ে কাউন্সিলর পদপ্রার্থী হাজ্বী তানজিমকে নিয়ে আন্দন মিছিল করে এলাকাবাসী বলেন, "কাউন্সিলর পদপ্রার্থী হাজ্বী তানজিম কবির সজু নম্র-ভদ্র, সততা এবং স্বচ্ছতার সাথে সব সময় আমাদের পাশে থেকেছেন । করোনা মহামারীতে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র দিনমজুর রিকশাচালক, দিন-মজুর ও গরিব-দুঃখীদের মাঝে ত্রাণ সামগ্রী সহ বিভিন্ন সাহায্য নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন তিনি।"
তারা আরো বলেন, "দিনরাত নিরলস পরিশ্রম করে বিভিন্ন মহলে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র মানুষদেরকে খুঁজে বের করে তাদেরকে সাহায্য-সহযোগিতা করেছেন। অসহায়দের সাহায্য সহযোগিতায় অগ্রগামী থাকায় তাকে ৭নং ওয়ার্ড থেকে বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করতে চাই।"
সরেজমিনে গিয়ে কথা বললে কাউন্সিলর পদপ্রার্থী হাজ্বী তানজিম কবির সজু বলেন, "আমি সব সময় মানুষের পাশে থেকে জনগণকে নিয়ে কাজ করেছি । আমার এই ওয়ার্ডের উন্নয়নমূলক কাজসহ মানুষের সেবা করতে সবাইকে পাশে থাকার আহবান জানাচ্ছি । আমি জনগণের সেবায় নিয়োজিত থেকেছি বিধায় জনগণ আমাকে ভালবাসে।"
তিনি আরো বলেন, "আমার উপর দায়িত্ব অর্পিত হলে আমি সঠিকভাবে পালন করব এবং জনসেবায় নিজেকে নিয়োজিত রাখব। আমি জনগণের কল্যাণে আমার ৭নং ওয়ার্ডের উন্নয়নমূলক কর্মকাণ্ড ভূমিকা রাখতে চাই। আমি কাউন্সিলর না হয়েও মানুষের পাশে থেকে তাদের সেবা করেছি এবং আগামীতে কাউন্সিলর নির্বাচিত হলে এই সেবা করার সুযোগ আরও বেশী পাব। আর এজন্যেই আমি কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে ৭নং ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন চাই।"
0 Comments