ইউপি নির্বাচনের জন্য রামদা বানাচ্ছিলেন কর্মকার!


 রাজশাহী: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় রামদা (দেশীয় অস্ত্র) তৈরি করার সময় মো. জনি (২৫) নামের এক কর্মকারকে আটক করেছে পুলিশ।  

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার মাড়িয়া ইউনিয়ন বাজার থেকে তাকে আটক করা হয়।


আটক জনি দুর্গাপুরের মাড়িয়া গ্রামের মকছেদ আলীর ছেলে।

এ তথ্য নিশ্চিত করেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী। তিনি বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জনিকে ২৫টি দেশীয় ধারালো অস্ত্রসহ (রামদা) হাতেনাতে আটক করা হয়েছে।

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে তাকে দিয়ে কামারশালায় দেশীয় অস্ত্রগুলো তৈরি করা হচ্ছিল। তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর নেপথ্যে কে বা কারা আছে, তা খুঁজে বের করার চেষ্টা চলছে। জনির বিরুদ্ধে দেশীয় অস্ত্র আইনে মামলা করা হবে বলেও জানান ওসি।  



Post a Comment

0 Comments