আর্মি স্টেডিয়ামে প্রিমিয়ার লিগ হচ্ছে না

 



চার ভেন্যুতে আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ১২ দল নিয়ে প্রিমিয়ার ফুটবল লিগ মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু ৪৮ ঘণ্টা যেতে না যেতেই ভেন্যুর সংখ্যা আরও একটি কমেছে। আপাতত আর্মি স্টেডিয়ামে খেলা হচ্ছে না।

করোনাভাইরাসের প্রভাবে লিগ কমিটির সভায় আগেই কুমিল্লা, রাজশাহী, গোপালগঞ্জ ও সিলেটে ম্যাচ আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন আর্মি স্টেডিয়াম বাদ পড়ায় বসুন্ধরা কিংস অ্যারেনা, টঙ্গীর শহীদ আহসানউল্লাহ স্টেডিয়াম, মুন্সিগঞ্জের শহীদ লে. মতিউর রহমান স্টেডিয়ামই ভরসা।

আজ (সোমবার) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আর্মি স্টেডিয়ামে খেলতে হলে কিছু নিয়মকানুন আছে। এ নিয়ে কাজ চলছে। এখন যেহেতু আমরা লিখিতভাবে কোনও বার্তা পাইনি, তাই আপাতত সেখানে খেলা হচ্ছে না। তবে সামনের দিকে সবকিছু ঠিক থাকলে তখন খেলা হতে পারে।’

তিন স্টেডিয়ামে ১২ দল নিয়ে প্রিমিয়ার লিগ আগামী ৩ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে। করোনা পরিস্থিতি ভালো হলে তখন আগের মতো সব ভেন্যুতে খেলা হওয়ার কথা বলা হয়েছে।

Post a Comment

0 Comments