কুঁড়েঘরে শিকল বন্দি নারীর ভিডিও ভাইরাল, চীনে ক্ষোভ

 



আট সন্তানের মা এক নারীর ঘাড়ে শেকল পরিয়ে এক কুঁড়েঘরে বন্দি রাখার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এই ভিডিও একই সঙ্গে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে। টিকটকের মালিকানাধীন দাউয়িন প্লাটফর্মে ছড়িয়ে পড়েছে ভিডিওটি। ওই নারীকে দেখতে যাওয়া এক পুরুষ এটি ধারণ করেছেন। আর এই দৃশ্য থেকে তিনি হতবাক হয়ে পড়েছেন বলে ভিডিওতে দেখা গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ওই নারীকে গরম কাপড় দিয়ে বেশ কয়েকটি প্রশ্ন করেন ওই পুরুষ। তবে ঠিকমতো সেগুলোর উত্তর দিতে পারেননি তিনি। চীনের নেটিজেনদের মধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে। তারা দাবি করেছেন ওই নারীকে সহায়তায় হস্তক্ষেপ করুক চীনা কর্তৃপক্ষ।

অনেকে আবার নারী নিপীড়ন এবং চীনের প্রান্তিক এলাকায় তাদের সীমিত অধিকার নিয়ে আলাপ করছেন। পূর্বাঞ্চলীয় জিয়াংজু প্রদেশের জুঝোও গ্রামের ওই নারী কিভাবে আট সন্তানের জন্ম দিয়েছেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। চীনের কঠোর পরিবার পরিকল্পনা এড়িয়ে কিভাবে তিনি এতো সন্তানের জন্ম দিলেন তা নিয়েও প্রশ্ন উঠেছে।

গত শুক্রবার ভিডিওটি প্রথম পোস্ট করা হয়। এতে দেখা যায়, তীব্র ঠান্ডার মধ্যে পাতলা একটি পোশাক পরে রয়েছেন ওই নারী। ভিডিও করা ব্যক্তি তাকে প্রশ্ন করলেও উত্তর দিতে পারছিলেন না তিনি।

ব্যাপক আলোচনার মধ্যে ওই নারীর বিষয়ে শুক্রবার একটি বিবৃতি প্রকাশ করে কর্তৃপক্ষ। সেখানে তাকে ইয়াং নামে শনাক্ত করা হয়। জানানো হয় তিনি হুয়ানকু টাউনশিপের ফেং কাউন্টির বাসিন্দা। তারা জানান, ওই নারী ১৯৯৮ সালে স্বামী ডংকে বিয়ে করেন। পরে তার মানসিক অসুস্থতা ধরা পড়ে। পরিবার স্থানীয় কর্তৃপক্ষকে জানিয়েছে, তিনি প্রায়ই সহিংস হয়ে উঠতেন।

Post a Comment

0 Comments