খানপুরের ফার্নিচার ব্যবসায়ীকে টাকা চাওয়ায় মেরে আহত করেছে ক্রেতা

 


মোঃ জিহাদ হোসেনঃ

নারায়ণগঞ্জের খানপুরের ফার্নিচার ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান (২৫) কে বিক্রিত পন্যের টাকা চাওয়ায় ক্রেতা মোঃ আল আমীন (৪৫) ও তাঁর পরিবার মিলে মারধর করে এবং পুনরায় টাকা চাইতে গেলে খুন করার হুমকী দেয়। 

গত ০১ ফেব্রুয়ারী সকাল ১১ টা নাগাদ বিবাদী মোঃ আল আমীন ও মোঃ দেলোয়ার হোসেন ফার্নিচার ক্রয়ের উদ্দেশ্যে ফার্নিচার ব্যবসায়ী মিজানুর রহমানের দোকানে যায়। বিভিন্ন সুপরিচিত ব্যক্তিদের পরিচয় দিয়ে ৯৮ হাজার টাকার আসবাবপত্র ক্রয়ের পরবর্তীতে ৫০০ টাকা জমা দেয়। আর বাকী টাকা নির্দিষ্ট তারিখে পরিশোধ করার জন্য প্রতিশ্রুতি জানিয়ে ফার্নিচার নিয়ে যায়।

নির্দিষ্ট তারিখ পাড় হওয়ার পরেও তারা টাকা পরিশোধ না করে বিভিন্ন তাল বাহানা করে মিজানুর রহমানকে ঘুরাতে থাকে। 

বিক্রেতা মুজানুর রহমান পন্যের মূল্য পাওয়ার উদ্দেশ্যে ১১ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৯ টায় ক্রেতার বাড়িতে গেলে সেখানে তাঁর সাথে খারাপ আচরণ করা হয় এবং বিবাদির পরিবারের সদস্যরা মিলে বিক্রেতাকে মারধর করে। পাশাপাশি তারা হুমকী দেয় পন্যের টাকা তারা পরিশোধ করবে না। যদি আগামীতে টাকার জন্য বিক্রেতা পুনরায় যায় তাহলে তাকে খুন করা হবে। 

উক্ত ঘটনার ভিত্তিতে ভুক্তভোগী বিক্রেতা মোঃ মিজানুর রহমান (২৫) থানায় অভিযোগ করেন।


বিষয়টি বর্তমানে আইনানুগত প্রক্রিয়াধীন রয়েছে। 

Post a Comment

0 Comments