মেলান্দহে পরিত্যক্ত ইটভাটা থেকে তরুণীর মরদেহ উদ্ধার


 সৈয়দ মুনিরুল হক নোবেলঃ

জামালপুরের মেলান্দহ উপজেলায় পরিত্যক্ত ইটভাটার পাশ থেকে মৌসুমী আক্তার নার্গিস (২০) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে মেলান্দহ থানা পুলিশ। ৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টায় উপজেলার ২ নম্বর কুলিয়া ইউনিয়নের ডেফলাব্রীজ সংলগ্ন এলাকায় পরিত্যক্ত ইটভাটায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে সেখান থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। মেলান্দহ থানার উপ-পরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার বলেন, স্থানীয়রা ফোনে জানালে আমরা ঘটনাস্থলে যাই। পরিচয় শনাক্ত না করতে পেরে পিবিআইকে খবর দেই। নিহতের মাথায় লোহার রডের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তরুণীকে হত্যা করে মরদেহটি ফেলে গেছে দুর্বৃত্তরা। এদিকে জামালপুর পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) নিহতের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে এনআইডি সার্ভারের মাধ্যমে ওই তরুণীর পরিচয় শনাক্ত করে। পিবিআই জানায়, মৌসুমী আক্তার নার্গিস লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উত্তর বত্রিশহাজারী এলাকার মো. জাকির হোসেনের মেয়ে। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. এম. ময়নুল ইসলাম বলেন, পিবিআই সূত্রে পাওয়া নিহতের এনআইডি’র তথ্য অনুযায়ী পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Post a Comment

0 Comments