বরিশাল প্রতিনিধিঃ প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষন চেষ্টার ঘটনায় সালিশ বৈঠকে অভিযুক্তকারীকে ২০ হাজার টাকা জরিমানা ও তিনটি জুতা পেটা করার রায় দিয়েছে স্থানীয় সালিশরা।
ঘটনাটি ঘটেছে বরিশাল জেলার গৌরনদী পৌরসভার ৩ নং ওয়ার্ডে।স্থানীয় ও সালিশ বৈঠকে উপস্থিত একাধিক ব্যক্তিরা জানান, বৃহস্পতিবার দুপুরে বাক প্রতিবন্ধী গৃহবধুকে ধর্ষনের চেষ্টা চালায় একই গ্রামের হোসেন দর্জির ছেলে দুলাল দর্জি।
এ ঘটনায় শুক্রবার (০৪ মার্চ) সকালে ওই ওয়ার্ডের কাউন্সিলর আল আমিন হাওলাদারের বাসার সামনে সালিশ বৈঠকের আয়োজন করা হয়।
পরবর্তীতে কাউন্সিলর আল আমিন হাওলাদার, ইউপি সদস্য মিলন হাওলাদার, স্থানীয় নিজাম আকন সালিশ বৈঠকে দুলাল দর্জিকে ধর্ষণ চেষ্টার ঘটনায় ২০ হাজার টাকা জরিমানা ও তিনটি জুতা পেটা করার রায় প্রদান করেন।
জরিমানা ও জুতা পিটা করার রায় ঘোষনার সত্যতা স্বীকার করে ইউপি সদস্য মিলন হাওলাদার জানান, ধর্ষন চেস্টা নয়, প্রতিবন্ধী নারীর ঘরে ঢুকে হাত ধরেছিলো। যা স্থানীয় দুইজন নারী দেখে ফেলে।
এ বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর আল আমিন হাওলাদারের সেল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি|এই রিপোর্ট লেখার সময় থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি|
0 Comments