জামালপুরে সন্ত্রাসী হামলায় এক পরিবারের ৪ নারী আহত


 সৈয়দ মুনিরুল হক নোবেলঃ


জামালপুরের মেলান্দহ উপজেলার ২নং কুলিয়া ইউনিয়নের কুলিয়া পূর্বপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের চার নারী আহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় হামলার ঘটনাটি ঘটে।

জানা গেছে, কুলিয়া পূর্বপাড়া গ্রামের মৃত মৌলভী কছিম উদ্দিনের সত্তর বছর বয়স্ক আব্দুল খালেকের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে পাশের বাড়ির মৃত আব্দুল বারেকের ছেলে মান্নান ও তার ভাইদের। এরই এক পর্যায়ে মান্নান গং জমি সংক্রান্ত বিষয়ে খালেক ও তার পরিবারের ওপর মামলা দায়ের করে। এদিকে মামলায় স্থিতাবস্থার আদেশ থাকলেও এ মামলা তুলে দিবে মর্মে  খালেক ও তার পরিবারের লোকজনের কাছে দশলাখ টাকা দাবি করে মান্নান গং। এ বিষয়ে টাকা দিতে অস্বীকৃতি জানালে মঙ্গলবার সকালে খালেকের বসতভিটা থেকে উচ্ছেদ করার জন্য খালেকের বাড়িঘরে সন্ত্রাসী হামলা চালিয়ে খালেকের স্ত্রী বছিরণ (৬২), তার বড় মেয়ে পারভীন, তার অন্তস্বত্তা ছোট মেয়ে কণিকা, ও তার একমাত্র ছেলে মেহেদীর নববধু ফাতেমার উপর শ্লীলতাহানীসহ ধারালো অস্ত্রের আঘাতে নারকীয় তান্ডব চালায় মান্নান ও তার পরিবারের লোকজন। এ পরিকল্পিত হামলায় মান্নানের নেতৃত্বে অংশ নেয় মান্নানের স্ত্রী নাজমা, মান্নানের ছেলে শাওন, মান্নানের ভাই আব্দুল আজিজ, আব্দুল আজিজের স্ত্রী ঝর্ণা বেগম ও আব্দুল আজিজের ছেলে সাথিল। 

অসহায় বৃদ্ধ খালেক ও তার পরিবারের নারীদের ওপর মান্নান গংদের নারকীয় সন্ত্রাসী হামলায় ষাঠোর্ধ্ব বৃদ্ধা ও তার অন্তঃস্বত্তা কন্যাসহ দুই কন্যা গুরুতর আহতাবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে মেলান্দহ থানায় মামলার প্রস্তুতি চলছে।

Post a Comment

0 Comments