জাকির হোসেন, (রাজশাহী প্রতিনিধি)
পবা উপজেলার হুজুরিপাড়া ইউনিয়নের আফি নেপালপাড়া'র তরুণ যুবকদের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ শে মার্চ) সকালে উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুজুরীপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান ও নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আখতার ফারুক।
আফি নেপালপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নওয়াব আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন হুজুরীপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল ইসলাম (সুরাপ) ও মহিলা কাউন্সিলর নাজমা আক্তার (লাভলী), হড়গ্রাম মডেল টেকনিক্যাল স্কুল এন্ড বি.এম কলেজের প্রভাষক তাইজুল ইসলাম, ইসলামি মেডিকেল কলেজের কম্পিউটার অপারেটার রাসেল রহমান লিটন, সৃষ্টি সেন্টাল স্কুল এন্ড কলেজের সিনিয়ার শিক্ষক মোফাজ্জল হোসেন (সেন্টু), ডাঁশমারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আপেল মাহমুদ (রতন)।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির ইতিহাসে এক স্মরণীয় দিন। বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের মাধ্যমে গোটা বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতার তীব্র আকাঙ্ক্ষায় উজ্জীবিত করেছিলেন। তাঁর ভাষণে উজ্জীবিত হয়ে মুক্তিযোদ্ধারা জীবন বাজী রেখে রক্তের বিনিময়ে এদেশকে স্বাধীন করেছিলেন। ২৬ মার্চের প্রথম প্রহরে গ্রেপ্তারের পূর্ব মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বঞ্চনা, অন্যায়-অত্যাচার, সাম্প্রদায়িকতা, বৈষম্য ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সংগ্রামের মাধ্যমে বাঙালির অধিকার প্রতিষ্ঠিত করেছেন। তাই ২৬ মার্চ বাঙালি জাতির জন্য অহংকার ও শৃঙ্খল মুক্তির দিন, বিশ্বের বুকে লাল সবুজের পতাকা ওড়ানোর দিন। সোনার বাংলা বিনির্মাণে উজ্জীবিত হওয়ার দিন।
খেলাধুলার প্রতি গুরুত্ব আরোপ করে বক্তারা বলেন, মাদক মুক্ত বাংলাদেশ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। এছাড়াও নিয়মিত খেলাধূলা করলে শরীরর ও মন ভালো থাকে। তাই তরুণ যুবকদের নিয়মিত খেলাধূলা করার প্রতি গুরুত্ব আরোপ করেন তারা।
জাকির হোসেন, রাজশাহী।
0 Comments