জেবি বাংলা নিউজ ২৪ ডেস্কঃ
আজ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আজকে এই মহান স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের সভাপতি হিসাবে উপস্থিত হয়েছেন সোনারগাঁ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তৌহিদ এলাহী প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন নারায়ণগঞ্জ ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব লিয়াকত হোসেন খোকা বিশেষ উপস্থিতি বিশেষ হিসাবে উপস্থিত রয়েছেন সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব শওকত ওসমান মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ মুক্তিযোদ্ধা বৃন্দ অন্যান্য উপস্থিতি এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ আপনাদেরকে জানাচ্ছি মহান স্বাধীনতা দিবসের রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন।
আজ ২৬শে মার্চ আজকের এই দিন রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের সূচনার সেই গৌরব এবং অহংকারের দিন মহান স্বাধীনতা ও বিজয় দিবস। বিশ্বের বুকে লাল সবুজের পতাকা উড়ানোর দিন। আজকের এই দিনে পরাধীনতার শৃংখল ভাঙার জন্য হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মহান মুক্তিযুদ্ধের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।
নয় মাস রক্তক্ষয়ী সশস্ত্র যুদ্ধে ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ ২লাখ মা-বোনের সম্ভ্রম এবং কোটি বাঙালির আত্মত্যাগ ও বীরত্বের হাজার ১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর বাঙালি অর্জন করে বিজয়। আমরা লাভ করি স্বাধীন সার্বভৌম দেশ আমাদের বাংলাদেশ।
আমরা আজ গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি ত্রিশ লক্ষ শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা স্মরণ করছি সেই সকল বীর মুক্তিযোদ্ধাদের যারা আজকের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে শোষণ বঞ্চনার অবসান ঘটিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দেশ উপহার দেয়ার জন্য যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন। স্মরণ করছি সেই সকল বীরঙ্গনাদের যারা দেশের স্বাধীনতা অর্জনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন।
১৯৭১ সালের ৭ ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে ১৮ মিনিটের বক্তব্যে কোটি বাঙালি কে মুক্তিযুদ্ধের ডাক দেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
২৫ মার্চ কালো রাতে ইয়াহিয়া খান এবং তার দোসররা নিরস্ত্র বাঙালির ওপর এ ভারী অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে শুরু করে গণহত্যা। পাকিস্তান বাহিনী সর্বপ্রথম রাজার বাগ পুলিশ লাইন বাঙালি পুলিশ সদস্যদের উপর আক্রমণ শুরু করে সেই আক্রমণে বহু বাঙালি পুলিশ সদস্য নিহত হয়। আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলাদেশ পুলিশের সেই সকল মুক্তিযোদ্ধাদের যারা সর্বপ্রথম দেশের জন্য সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন
0 Comments