মোঃ জিহাদ হোসেনঃ নারায়ণগঞ্জের বন্দরে চার হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। নির্বাহি ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরার নেতৃত্বে শুক্রবার বেলা ১২টা থেকে উপজেলার ধামগড় ইউনিয়নের ইস্পাহানি বাজার ও কুঁড়িপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় চারটি স্পটে দুই কিলোমিটার বিস্তৃত মূল সংযোগসহ প্রায় চার হাজার অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট। পরে অবৈধ সংযোগ নিতে ব্যবহৃত রাইজার ও পাইপ জব্দ করা হয়।
তিতাসের আঞ্চলিক বিপনন বিভাগের ম্যানেজার প্রকৌশলী মোঃ রফিকুজ্জামান জানান, বন্দর উপজেলায় অবৈধ সংযোগের বারোটি মূল পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। আজ ইস্পাহানি বাজার ও কুঁড়িপাড়ায় ৪টি স্পটে চার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসব পয়েন্ট থেকে ১৭ কিলোমিটার বিস্তৃত এলাকা জুড়ে ত্রিশ হাজার অবৈধ সংযোগ রয়েছে। অভিযান চালিয়ে পর্যায়ক্রমে সবগুলো অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
0 Comments