জেবি বাংলা নিউজ ২৪ ডেস্কঃ
আজ শনিবার (২৬ মার্চ) বাঙালিদের ইতিহাসের সর্বোচ্চ আনন্দপূর্ণ দিন "মহান স্বাধীনতা দিবস।" দিনটির এই আনন্দকে পুরো দেশবাসী ও সমগ্র বাঙালি জাতির সাথে ভাগ করে নিতে নারায়ণগঞ্জের অন্যতম ইলেক্ট্রনিক মিডিয়া ও আইপি টেলিভিশন জেবি বাংলা নিউজ ২৪ সকলকে জানিয়েছেন স্বাধীনতার অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
জেবি বাংলা নিউজ ২৪ এর প্রধান সম্পাদক মোঃ জিহাদ হোসেন বলেন, "৩০ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা পৃথিবীর সবচেয়ে মূল্যবান আমাদের কাছে। আমি গর্বিত কারণ আমি বাংলাদেশের মত বীরের দেশে জন্মেছি। স্বাধীনতার জন্য নিজেদের জীবন উৎসর্গকারী বীর শহীদদের ঋণ কোনো দিন শোধ করা যাবে না। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।"
স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে জেবি বাংলা নিউজের প্রধান বার্তা সম্পাদক মোঃ শহীদুজ্জামান আতিফ বলেন, "সমগ্র দেশবাসিকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা। স্বাধীনতা সংগ্রামের কান্ডারী যোদ্ধারা এবং স্বাধীনতা অর্জনে যাদের ভূমিকা ছিল তাদের প্রশংসা যতটাই করা হোক তা অনেক কম বলেই বিবেচিত হবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা বেশি কঠিন। আজকে আমাদের তরুন প্রজন্ম আমাদের স্বাধীনতার ইতিহাস থেকে অজ্ঞ। তারা মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছুই জানে না। পাশাপাশি অপসংস্কৃতির ছোবলে কিশোর বয়স থেকেই ভুল ভাবে তৈরী গচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম।
তিনি আরো বলেন, "আগামী প্রজন্মকে বাংলার ইতিহাস বুকে নিয়ে ঐতিহ্যের সঠিক নিয়ম শৃঙ্খলায় বেড়ে ওঠার জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।"
0 Comments