মাদ্রাসা শিক্ষায় দুনিয়া ও আখেরাতের শান্তি মেলে


 ফরাজিকান্দায় দারুস সুন্নাহ দারুস সুন্নাহ নূরানী হাফেজীয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দী,সনদ ও পুরষ্কার বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বন্দর থানাধীন ফরাজিকান্দা দক্ষিণপাড়া জামে মসজিদের সামনে তাদের এ সম্মাননা প্রদান করা হয়। এতে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধাণ। এসময় তিনি বলেন,  মাদ্রাসা শিক্ষা বর্তমানে অনেক এগিয়ে গেছে। আজকাল মাদ্রাসায় যারা পড়ে তারাও দেশের বিভিন্ন বড় বড় দপ্তরে চাকরি করছেন। মাদ্রাসায় শিক্ষা করলে দুনিয়া ও আখেরাত উভয় সাফল্য মেলে। কুরআনে হাফেজরা আমাদেরই অহংকার।  কুরআনে হাফেজরা আছে বলেই সমাজে অনেক আজব  গজব থেকে আমরা রক্ষা পাচ্ছি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,  মাদ্রাসার ও ফরাজিকান্দা দক্ষিনপাড়া জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মঞ্জুর হাসান মঞ্জু। অনুষ্ঠান পরিচালনা করেন, হাফেজ ছিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরাজিকান্দা এলাকার সমাজ সেবক দুলাল হোসেন,  মীর সিরাজুল ইসলাম,হাজী হাসানুজ্জামান লিটন, কুতুবউদ্দিন উদ্দিন আহমদে, হাজী আশরাফ হোসেন, হাজী ফারুকুল ইসলাম৷, বন্দর উপজেলা আ'লীগ নেতা শাহাদাৎ হোসেন, শিক্ষানুরাগী ও আ'লীগ নেতা রবিউল আউয়াল রবি মিয়াজি, মোঃ সাদেক, সমাজ সেবক ছানাউল্লাহ মিয়া, আলতাফ মাহমুদ, চুনকা আহমেদ,মোঃ হাফিজ উদ্দিন, সামসুল আলম, ওয়াহিদ প্রমূখ।

Post a Comment

0 Comments