ফরহাদুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে গাইবান্ধা সড়কের গড়েয়া নামক স্থানে সিএনজি ও অটোভ্যান সংঘর্ষে বাবলু মিয়া (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এসময় সিএনজিতে থাকা শিশুসহ ৬ জন যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পলাশবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে পলাশবাড়ী উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য এবং কালিবাড়ী বাজারের মাছহাটীর পাখির খাবার বিক্রেতা সোহেলের অবস্থার অবনতি হলে তাকে রংপুর হাসপাতালে নেয়া হয় । এ সময় সোহেল এর অবস্থা আরোও গুরুতর হলে ঢাকা পিজি হাসপাতালে প্রেরণ করা হয়।
১৩ এপ্রিল বুধবার এ দূর্ঘটনা ঘটে। নিহত বাবলু মিয়া পলাশবাড়ী পৌর শহরের রাইগ্রামের মৃত ময়না মিয়ার ছেলে বলে জানা গেছে। পলাশবাড়ী থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। পরে লাভলু মিয়া ১৩/০৪/২২ইং তারিখে বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন । নিহত বাবলু মিয়ার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) মাসুদ রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এবিষয়ে থানায় একটি মামলা হয়েছে।যাহার মামলা নং ২০ জি,আর নং ১০১ । তিনি আরোও জানান,আমরা এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার করতে পারিনি, তবে খুব দ্রুত আসামিকে গ্রেফতারের জন্য থানা পুলিশ তৎপর রয়েছে।
0 Comments